ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গান নিয়ে ব্যস্ত সঞ্জয় শীল

প্রকাশিত: ০৫:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৬

গান নিয়ে ব্যস্ত সঞ্জয় শীল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমানে সময়ে যে কয়েকজন গীতিকবি গান লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে সঞ্জয় শীল অন্যতম। অডিও এ্যালবাম এবং চলচ্চিত্রের জন্য গান লিখছেন। তারকা সঙ্গীত শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবামসহ বেশ কয়েকটি নবীন শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবাম নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে উল্লেখযোগ্য রিংকুর সলো এ্যালবাম। ‘ওপার থেকে’ ও ‘বিচার’ নামে দুটি মিশ্র এ্যালবামের সব গানও লিখছেন তিনি। পাশাপাশি সম্প্রতি সিডি চয়েসের ব্যানারে রিলিজ হয়েছে তার মিশ্র এ্যলবাম ‘মরণ গাড়ি’। ‘আমি যে একা’ শিরোনামের এ্যালবামের মাধ্যমে সঙ্গীত জগতে সঞ্জয় শীলের আগমন। এরপর তার লেখা সব গানে প্রকাশিত হয় এ্যালবাম ‘ভাবের মানুষ’ রিলিজ হয় ২০১০ সালে, ‘প্রেমকুঞ্জ’ ২০১৪ সালে, ‘জীবন গাড়ি’ ২০১৬ সালে রিলিজ হয়। সঞ্জয় শীল বলেন, ‘প্রেমকুঞ্জ’ এ্যালবামটি আমার সঙ্গীত জীবনের উল্লেখযোগ্য একটি কাজ। এ এ্যালবামটি আমাকে সঙ্গীত জগতে গীতিকার হিসেবে পরিচিত এনে দেয়। বাবার ও মার উৎসাহ ও ভালবাসা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তিনি। সঞ্জয় শীলের ছোটবেলা কেটেছে মাদারীপুর জেলার শিবচরের সিরুয়াইলে। সফল সঙ্গীত পরিচালক এ আর রহমানের দারুণ ভক্ত সে। সঞ্জয় শীলের বাবা একজন বাউল শিল্পী ছিলেন। তার কাছে সঙ্গীতের অনেক কিছু শিখেছেন। তার লেখা গান দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পীরা গান গাইবেন এটা তার স্বপ্ন। সে লক্ষ্যেই এগিয়ে চলেছেন তিনি।
×