ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যালিস-বোথামের পাশে মঈন আলি

প্রকাশিত: ০৪:০৮, ২৫ ডিসেম্বর ২০১৬

ক্যালিস-বোথামের পাশে মঈন আলি

স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাটে-বলে অসাধারণ সময় কাটাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে সদ্যই আইসিসির বর্ষসেরা পুরস্কার জিতে নিয়েছেন তিনি। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আলোচনায় পরের দুটি স্থানে থাকা শাকিব-আল হাসান ও রবীন্দ্র জাদেজা। এমনকি দশ নম্বর ম্যান সতীর্থ ক্রিস ওকসকে নিয়েও মাতামাতির শেষ নেই। এ সবের মাঝে অনেকটা নীরবেই দারুণ এক রেকর্ডের মালিক হয়েছেন র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা মঈন আলী। জ্যাক ক্যালিস ও ইয়ান বোথামের পর ইতিহাসের মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে এক পঞ্জিকাবর্ষে হাজারের ওপরের রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩০ বা ততধিক উইকেট। বিদায়ের পথে থাকা ২০১৬ সালে ৪৬.৮৬ গড়ে ১০৭৮ রান করেছেন পাকিস্তানী বংশোদ্ভূত এই ইংলিশ অলরাউন্ডার। বছরের চতুর্থ সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক তিনি। মঈনের পূর্বসূরি গ্রেট বোথামই প্রথম এমন কীর্তি গড়েছিলেন। ১৯৮২ সালে তার রান ছিল ১,০৯৫। উইকেট পেয়েছিলেন ৪৭টি। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা ক্যালিস ২০০১ সালে ১,১২০ রানের পাশাপাশি উইকেট তুলে নিয়েছিলেন ৩৫টি। মঈনের হাজার রান ও ৩০ উইকেটের কীর্তি ১৭ টেস্টে। বোথামের লেগেছিল ৪ টেস্ট কম, অর্থাৎ ১৩ টেস্ট। ক্যালিস ১৪ টেস্ট খেলে নিজের রেকর্ডটি করেছিলেন। ২০১৬ সালে ইংল্যান্ডের খেলা ১৭টি টেস্টের সকটিতেই অপরিহার্য সদস্য মঈনসহ এ বছর হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মোট পাঁচ ক্রিকেটার। মঈন করেছেন ১,০৭৮ রান। সেঞ্চুরি ৪ ও হাফ সেঞ্চুরি ৫টি। অন্য চার ক্রিকেটার হচ্ছেন ইংল্যান্ডেরই জো রুট (১, ৪৭৭ রান), জনি বেয়ারস্টো ( ১, ৪৭০ রান) ও এ্যালিস্টার কুক (১, ২৭০ রান)। তাদের একমাত্র ভিনদেশি সঙ্গী ভারতের বিরাট কোহলি (১, ২১৫ রান)। পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বাদে টেস্ট খেলুড়ে বাকি সব দেশই বছরের শেষ টেস্টটা খেলে ফেলেছে।
×