ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছয় বছরের গৃহযুদ্ধে সরকারী বাহিনীর সবচেয়ে বড় সাফল্য

আসাদের পূর্ণ নিয়ন্ত্রণে আলেপ্পো

প্রকাশিত: ০৬:০৯, ২৪ ডিসেম্বর ২০১৬

আসাদের পূর্ণ নিয়ন্ত্রণে আলেপ্পো

সিরিয়ার সামরিক বাহিনী আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে শাসক বাশার আল আসাদের জন্য এটি সবচেয়ে বড় বিজয়। বৃহস্পতিবার তারা এ দাবি করেছে। এদিন রাতে আলেপ্পোর রাস্তায় আসাদ সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। খবর এএফপির। অবরুদ্ধ নগরী আলেপ্পো থেকে বিদ্রোহীরা তাদের পরিবার পরিজনকে সরিয়ে নেয়ার পর বৃহস্পতিবারই সরকারী বাহিনী ওই এলাকার নিয়ন্ত্রণ নেয়। আসাদ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাস ও সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো মুক্ত হয়েছে। আলেপ্পো এখন নিরাপদ।’ বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের বহনকারী কয়েকটি বাস পূর্ব আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার পরই সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ গ্রহণের ঘোষণা দেয়। আসাদ ও সিরিয়ার জনগণের জন্য এটিকে একটি অভূতপূর্ব জয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রচ- ঠা-ার মধ্যে সরকারী উদ্ধার বাহিনীর আশায় বহু মানুষকে অপেক্ষা করতে হয়েছে। তবে, সরকারী বাহিনী শহরটির দখল নেবার পর সেখানকার বাসিন্দাদের রাস্তায় নেমে পতাকা উড়িয়ে উল্লাস করতে দেখা যায়। তারা আসাদের নামে সেøাগান দিচ্ছিল এমন দৃশ্যও দেখানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে। এদিকে, জেনেভাতে এক সংবাদ সম্মেলনে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা বলেছেন, ‘সিরিয়া সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার কাজ এখন শুরু করতে হবে’। আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে গত মাসের মাঝামাঝি সময় থেকে ব্যাপক অভিযান শুরু করে আসাদ বাহিনী। চার বছর ধরে নগরীর পূর্বাঞ্চল বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। আসাদ বাহিনীর একজন সৈন্য মঙ্গলবার এএফপিকে বলছিলেন, তিনি আশা করছেন একদিনে মধ্যেই সব বিদ্রোহী ও সাধারণ মানুষকে বের করে আনা সম্ভব হবে। অভিযান শেষ হবে এবং তিনি ছুটিতে যেতে পারবেন। সিরিয়া সঙ্কট নিয়ে এর আগে জেনেভায় বহু দফা আলোচনার উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত সব ব্যর্থ হয়। গত বছর এই লড়াইয়ে রাশিয়া জড়িয়ে পড়ার পর থেকে সিরিয়ার গৃহযুদ্ধ ভিন্ন দিকে মোড় নেয়। এরই সর্বশেষ ধারাবাহিকতা পূর্ব আলেপ্পো জয়। আহরার আল শাম নামের বিদ্রোহী গ্রুপের কর্মকর্তা আহমেদ কুরা আলী বিদ্রোহীদের শেষ বহরটিও আলেপ্পো ছেড়ে গেছে বলে নিশ্চিত করেছেন। এদিকে রেডক্রস জানিয়েছে, চার হাজারেরও বেশি বিদ্রোহী সৈন্য আলেপ্পো শহরটি ছেড়ে চলে গেছে। উল্লেখ্য, সিরিয়ার বিদ্রোহীদের প্রায় ছয় বছরের লড়াইয়ের ক্ষেত্রে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানো তাদের জন্য একটি বড় আঘাত। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো শহর মুক্ত করা শুধু তার দেশেরই নয়, বরং ইরান ও রাশিয়ারও বিজয়। দামেস্ক সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেন জাবেরি আনসারির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। আসাদ আলেপ্পো মুক্ত করার প্রশংসা করে বলেন, এই সফলতা সিরিয়ায় সন্ত্রাসবাদ অবসানের দিকে নিয়ে যাবে এবং চলমান যুদ্ধ বন্ধের সঠিক পরিবেশ তৈরি করবে। তিনি বলেন, আলেপ্পো মুক্ত করা শুধু সন্ত্রাসীদের পরাজয় নয়, এ পরাজয় তাদের সমর্থক ও মদদদাতাদেরও। প্রায় ছয় বছর বিদ্রোহীদের দখলে ছিল আলেপ্পো শহর। গত বছর রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসে। রাশিয়ার অব্যাহত বিমান হামলার বদৌলতে পিছু হটতে শুরু করে বিদ্রোহীরা। গত সপ্তাহে পূর্ব আলেপ্পো থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। শুক্রবার নাগাদ আলেপ্পো ছেড়ে চলে যাওয়ার কথা বিদ্রোহীদের। সিরিয়ার শাসক বাশার আল আসাদের অনুগত বাহিনী পূর্ব আলেপ্পো দখল করার পর ভয়াবহ মানবিক সঙ্কটের মুখে পড়েছে সেখানকার আটকা পড়া লোকজন। দেশটিতে চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে।
×