ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্দোলন ঠেকাতে আশুলিয়ায় ২০ কারখানায় ছুটি

প্রকাশিত: ০৫:৩০, ১৯ ডিসেম্বর ২০১৬

আন্দোলন ঠেকাতে  আশুলিয়ায় ২০ কারখানায় ছুটি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৮ ডিসেম্বর ॥ ন্যূনতম ১৫ হাজার টাকা বেতন-ভাতা প্রদানের দাবিতে আশুলিয়ায় কয়েক দিন ধরে বেশ কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করে আসছে শ্রমিকরা। রবিবারও দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা কাজ বন্ধ করে রাখলে মালিকপক্ষ কারখানাগুলোতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে। একযোগে কারখানাগুলো ছুটি দেয়া হলে টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা চালায়। এ সময় পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। এতে কয়েক শ্রমিক আহত হয়। জানা গেছে, চলমান আন্দোলনের কর্মবিরতির অংশ হিসেবে রবিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে আশুলিয়া শিল্পাঞ্চল। এদিন বেলা ১১টার দিকে জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানা এম ডিজাইন, এনভয়, উইনডি, হিয়ন এ্যাপারেলস, দ্য ডিজাইন এ্যান্ড জিন্স, সিতারা, শেড ফ্যাশন, দ্য আইডিয়াস ফ্যাশন, লিন্ডা, ডেকোসহ ২০টির মতো কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয় এ সময় পূর্ব থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকরা সড়কে বিক্ষোভ করার চেষ্টা করেও তা পারেনি। পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দেয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, বাড়িভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের অনেক কষ্ট করে জীবন অতিবাহিত করতে হচ্ছে। এছাড়া সরকার ঘোষিত বর্তমান মজুরিও তারা সঠিকভাবে পাচ্ছে না।
×