ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চমেক অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৪৮, ১৬ ডিসেম্বর ২০১৬

চমেক অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

চবি সংবাদদাতা ॥ কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ ডাঃ সেলিম জাহাঙ্গীরের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে চবি ছাত্রলীগের একাংশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে চবি শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে এ মানববন্ধন করে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদ ফজলে রাব্বী সুজনের অনুসারীরা। মানববন্ধনে ফজলে রাব্বী সুজন বলেন, দিয়াজের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। কোন প্রভাবশালী মহলের দ্বারা যাতে তদন্ত কার্যক্রম ভিন্ন দিকে প্রবাহিত না হয়। যদি এটি হত্যাকা- হয়ে থাকে তবে প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যে কোন অপরাধী যাতে বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যেতে না পারে সেদিকেও নজড় রাখতে হবে। তিনি বলেন, আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। চমেক অধ্যক্ষকে দুর্নীতিবাজ উল্লেখ করে তিনি বলেন, দিয়াজ হত্যার ময়নাতদন্ত নিয়ে ইতোমধ্যেই চমেক বিতর্কিত হয়েছে। চমেক অধ্যক্ষের বিরুদ্ধে হাসপাতালের ওষুধ ক্রয় থেকে শুরু করে মেডিক্যাল সরঞ্জামাদি ক্রয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। তার আমলেই মেডিক্যালে রোগীদের খাবারের মান সর্বনি¤œ পর্যায়ে নেমেছে। তাই অবিলম্বে তাকে অপসারণ করতে হবে। মানববন্ধন শেষে চমেক অধ্যক্ষ ডাঃ সেলিম জাহাঙ্গীরের কুশপুতুল দাহ করা হয়। ইক্ষু খামারের সঁাঁওতাল পল্লীতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ ডিসেম্বর ॥ গোবিদগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে দেয়া কাঁটাতারের বেড়ার ২৬ পিলার ভাংচুরের ঘটনায় সাঁওতালদের দায়ী ও জিডির প্রতিবাদে সাঁওতাল পল্লীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাঁওতালরা হাতে ফেস্টুন, লাঠি ও তীর-ধনুক নিয়ে বিক্ষোভ করে। বিক্ষোভটি মাদারপুর গির্জার সামনে থেকে বের হয়ে জয়পুর সাঁওতাল পল্লী ঘুরে মাদারপুর গির্জার সামনে গিয়ে শেষ হয়। পরে গির্জার সামনে ভূমি উদ্ধার কমিটির সভাপতি রেজাউল করিম মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ভবন মার্ডি, বার্না বাসকো, হাবিবুর রহমান ও রাফায়েল হাসদা। এছাড়া সংহতি বক্তব্য রাখেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াস সদস্য প্রতিভা সরকার, কৃষক সমিতির গাইবান্ধা জেলা সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ। শনিবার ইবিতে ভর্তি সাক্ষাত শুরু ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি সাক্ষাতকার শনিবার থেকে শুরু হবে। জানা যায়, ‘এ’ ইউনিটের ১৮ থেকে ২০ ডিসেম্বর। ‘বি’ ইউনিটের ১৭ থেকে ১৯ ডিসেম্বর। ‘সি’ ইউনিটের ১৭ ও ১৮ ডিসেম্বর সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের ১৭ ডিসেম্বর। ‘ই’ ইউনিটের ১৮ ও ১৯ এবং ‘এফ’ ইউনিটের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ‘জি’ ইউনিটের সাক্ষাতকার ১৯ থেকে ২১ ডিসেম্বর। ‘এইচ’ ইউনিটের ১৯ থেকে ২০ ডিসেম্বর সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। সাক্ষাতকার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্ব-স্ব ইউনিট সমন্বয়কারীর অফিসে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে বিজয় দিবসে ব্যাপক কর্মসূচী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ শুক্রবার দিনভর থাকছে নানা আয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মসূচীর মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকালে কর্পোরেশন পরিচালিত বিদ্যালয় ও কলেজসমূহের স্কাউট, গার্লস গাইড, রোভার-রেঞ্জার, কাব এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কর্ণফুলী সেতু সংলগ্ন বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে। এতে সালাম গ্রহণ করবেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিকেলে কর্পোরেশনের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন চসিক মেয়র। জেলা প্রশাসনের উদ্যোগেও রয়েছে নানা কর্মসূচী। মুক্তিযোদ্ধাদের বিজয় শোভাযাত্রা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিজয় দিবসের ৪৫ বছর উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও বিজয় মিছিল বের করেন মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে মহানগরীর ভদ্রা ‘স্মৃতি অম্লান’ চত্বর থেকে বিশাল শোভাযাত্রাটি বের করা হয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফরহাদ আলী মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন। দুই সড়কের নয়া নামফলক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৫ ডিসেম্বর ॥ রাজাকারের নামের দুটি সড়কের নামফলক ভেঙ্গে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক মোড়ে আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়া এবং বড়হরিশপুর বাসটার্মিনালের বিপরীত পাশে কছের উদ্দিন নামে দুই রাজাকারের নাম ফলক দুটি ভেঙ্গে ফেলেন জেলা প্রশাসক ও পৌর মেয়র। হাসপাতাল রোডে আব্দুস সাত্তার খান চৌধুরী মধু মিয়ার পরিবর্তে মুক্তিযোদ্ধা মোতাহার আলী এবং বড়হরিশপুর বাসটার্মিনালের বিপরীত পাশে কছের উদ্দিন চেয়ারম্যান রোডের নামের পরিবর্তে বীরপ্রতীক সোলেমান আলীর নাম নামফলকে স্থান পাবে।
×