ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দুই বছরে সর্বোচ্চ সূচক

প্রকাশিত: ০৩:৪৫, ১৬ ডিসেম্বর ২০১৬

পুঁজিবাজারে দুই বছরে সর্বোচ্চ সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এই উর্ধগতির ফলে প্রধান বাজারের সূচক গত দুই বছরের সর্বোচ্চ অবস্থানে পৌঁছছে। ঢাকা স্টক একচেঞ্জের সার্বিক সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯২৬ পয়েন্টে, যা গত দুই বছরের সর্বোচ্চ। এর আগে ২০১৫ সালের ১৮ জানুয়ারি সূচকের অবস্থান এই পর্যায়ে ছিল। বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনে ডিএসইতে সামান্য লেনদেন কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রায় ২৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জ সুরমাকে ঘিরে দিনটিতে লেনদেন হয়েছে। দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার পর লাফার্জ সুরমা হোলসিমকে কিনে নেয়ার ঘোষণার কারণেই বাজারে কোম্পানিটির প্রতি বিশেষ আগ্রহ বেড়েছে। যার কারণে দিনটিতে ডিএসইতে কোম্পানিটির ৭৭ কোটি ৬১ লাখ টাকার মোট ৯৭ লাখ ৮৪ হাজার ১৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। গত বুধবারে লাফার্জের পক্ষ থেকে হোলসিম বাংলাদেশকে ৯২৮ কোটি টাকায় কিনে নেয়ার ঘোষণা দেয়া হয়। এতে বিনিয়োগকারীদের মাঝে আগ্রহ বেড়েছে। অনেক বিনিয়োগকারী মুনাফায় থাকা শেয়ার বিক্রি করে দিয়ে লাফার্জের শেয়ার কেনার প্রতি মনোযোগ দেয়, তাতে অন্য শেয়ারে বিক্রির আদেশ বাড়তে থাকে। ফলে অন্যান্য শেয়ারে দর সংশোধন হয়ে যায়। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ৫৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮০৬ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আরএসআরএম স্টিল, ফার কেমিক্যাল, ইস্টার্ন হাউজিং, কেয়া কসমেটিকস, এ্যাপোলো ইস্পাত, লঙ্কা বাংলা ফাইনান্স, ইফাদ অটোস ও সিএমসি কামাল। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইসলামিক ফাইনান্স, জেএমআই সিরিঞ্জ, লাফার্জ সুরমা সিমেন্ট, এবি ব্যাংক, ইস্টার্ন হাউজিং, রিপাবলিক, নদার্ন ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন, আইসিবি এমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড, রহিমা ফুড, সিনো বাংলা, বেক্সিমকো সিনথেটিকস, জিবিবি পাওয়ার, এইচআর টেক্সটাইল, স্টাইলক্রাফট, মুন্নু সিরামিক ও ড্রাগন সোয়েটার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আর্গন ডেনিমস, ফার কেমিক্যাল, কেয়া কসমেটিকস, ইস্টার্ন হাউজিং, লঙ্কা বাংলা ফাইনান্স, একটিভ ফাইন ও এপোলো ইস্পাত।
×