ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তে বিএসএফর গুলিতে এক বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০২:০৮, ১১ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাটের দূর্গাপুর সীমান্তে বিএসএফর গুলিতে এক বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ আজ রবিবার ভোরে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে বিএসএফর গুলিতে আসাদুজ্জামান(২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। ভারতীয় বিএসএফ যুবকের লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেছে। ঘটনাস্থলে ছাপ ছাপ রক্ত পড়ে আছে। এই ঘটনায় সীমান্ত গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, রবিবার ভোরে (ফজরের নামাজের পর) চারিদিকে রোদ্দুর যখন ঝলমল করছে। তখন জেলার আদিতারী উপজেলার দুর্গাপুর সীমান্তে আসাদুজ্জামান(২২) নামের এক বাংলাদেশী যুবককে ভারতীয় বিএসএফ পাখিরমত গুলি করে হত্যা করেছে। নিহত যুবক ৯২৪/৮ আন্তর্জাতিক পিলারের পাশে সকালে কৃষি জমিতে চাষ করতে গিয়ে এই নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে। নিহত যুবক ওই সীমান্তের চওড়াটারী গ্রামের আবুল হোসেনের ছেলে। ভারতের কুচবিহার জেলার সিংঙ্গিমারী বিএসএফ গুলি করে যুবকে হত্যা করে। লাশ বিএসএফ টেনে হিঁচড়ে নিয়ে গেছে। নিহত যুবকের ছাপ ছাপ রক্ত সীমান্তে পড়ে আছে। দূর্গাপুর বিজিবি ক্যাম্প সূত্র জানায়, নিহত বাংলাদেশী যুবকে ভারতীয় গরুর ব্যবসায়ী সন্দেহে গুলি করে হত্যা করে বিএসএফ। এই ঘটনায় তীব্র নিন্ধা জানিয়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। রবিবার বিকাল ৫ টার পর পতাকা বৈঠকের মাধ্যমে নিহত যুবকের লাশ ফেরত দেয়া হবে বলে বিএসএফ নিশ্চিত করেছে।
×