ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামগতিতে চাঁদার দাবীতে হামলা একই পরিবারের নারী পুরুষ ৭ জনসহ আহত ৮

প্রকাশিত: ০১:২২, ১০ ডিসেম্বর ২০১৬

রামগতিতে চাঁদার দাবীতে হামলা একই পরিবারের নারী পুরুষ ৭ জনসহ আহত ৮

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রামগতিতে চাঁদার দাবীতে নারী পুরুষসহ একই পরিবারের ৭ জনসহ ৮ জন আহত হয়েছে। রামগতি উপজেলার চরপোড়াগাছা কলাকোপা গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। আহতদেরকে গুরুতর অবস্থায় শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে এদের মধ্যে আব্দুল মালেক (৬৫) ও গিয়াস উদ্দিন (৪৮) দু’সহোদরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যদের মধ্য রয়েছেন, শেখ ফরিদ (৪৫) তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৪০) এবং তাঁর পুত্র রামগতি আ.স.ম সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র বেলাল হোসেন (২৩), মালেকের পুত্র হেলাল (৩০) ও গিয়াস উদ্দিন)(৩৫) এবং অপর গ্রুপের জাকের (৪০)সহ ৮জন। আহত সবাই কমলনগর উপজেলার চরকালকিনি থেকে মেঘনার ভাঙ্গনের কবলে বাড়ী ঘর হারিয়ে সেখানে জমি কিনে ঘর তুলতে গেলে স্থানীয় আজাদ ও ইউছুফ মেম্বারের নেতৃত্বে শনিবার সকালে এ হামলা চালানোয় হয় বলে আহতরা অভিযোগ করেন। তারা জানান, পরিবারে সবাই মিলে বহু কষ্টে সেখানে অনেক আগে ৫১শতক জমি কিনেছেন। ঘর তুলতে গেলে চরপোড়াগাছার স্থানীয় ৬ এবং ৭ নং দু’জন ওয়ার্ড দু’মেম্বার তাঁদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করেন। ইতিমধ্যে তারা বিশ হাজার টাকা পরিশোধ করেছেন। বাদ বাকী চাঁদার টাকা পরিশোধ না করায় ঘর তুলতে গেলে তাদের ওপর এদিন সকালে অতর্কিতে এ হামলা চালানো হয়। তারা দু’জন মেম্বারের নেতৃত্বে কাঞ্চন, ফজলুর রহমান, আব্দুল মতিন ও নূরে আলম প্রকাশ লেদাসহ আরো কয়েকজনের অংশ গ্রহনে অস্রসহ নিয়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন নদী ভাঙ্গা এ সব আহত লোকেরা। একই সঙ্গে তাঁদের সবকিছু লুটে নেয় সন্ত্রাসী বাহিনী। হামলায় আহত সকলের মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখন রয়েছে বলে কর্তব্যরত মেডিকেল অফিসার সোহেব হোসাইন চিশ্তি জানান। অপরদিকে এ ব্যাপারে চরপোড়া ইউপি’র ৭নং ওয়ার্ড মেম্বার আজাদ মেম্বার ও ৬নং ওয়ার্ড ইউছুফ মেম্বারের সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তাঁরা জানান। টাকার ব্যাপারে দু’জন মেম্বার জানেন না। তবে এরা ডাকাত ওরা ঘর তুলতে গেলে জমির অপর মালিক সাত্তার মাঝির ওয়ারিশরা তাদেরকে বাধা দেয়। এ সময় মালেক গ্রুপের হামলায় জাকের নামে একজন গুরুতর আহত হয়। তাকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। এরপর দ্রুত ফোন কেটে দেয়। এ ব্যাপারে রামগতির থানার ওসি ইকবাল হোসেন বলেন, খবরটি শুনেছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
×