ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

দুই বছরে আইএসের ৫০ হাজার জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:২৭, ১০ ডিসেম্বর ২০১৬

দুই বছরে আইএসের ৫০ হাজার জঙ্গী নিহত

ইরাক ও সিরিয়ায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই শুরু করার পর এ পর্যন্ত উগ্রপন্থী এই গোষ্ঠীর অন্ততপক্ষে ৫০ হাজার জঙ্গী নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। পরিসংখ্যানই দেখিয়ে দিচ্ছে বিমান শক্তি ব্যবহার ও স্থানীয় বাহিনীগুলোকে দেয়া যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক সহায়তা কতটুকু ফলপ্রসূ হয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ার করেছে, আইএস দ্রুতই যোদ্ধার ঘাটতি পূরণে সক্ষম। বৃহস্পতিবার ওই সামরিক কর্মকর্তা জানান, মসুলের মতো স্থানগুলোতে জোট বাহিনী বিমান হামলা বাড়াতে পারে। তবে এতে বেসামরিক সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে। বর্তমানে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে দেশটির বাহিনী লড়াই চালাচ্ছে। শত্রুপক্ষের হতাহতের সংখ্যা প্রকাশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের এক ধরনের অনীহা লক্ষ্য করা যায়। -বিবিসি
×