ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিংড়ায় নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২৩:১৯, ৭ ডিসেম্বর ২০১৬

সিংড়ায় নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের সিংড়ায় নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ। বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আনিছুর রহমান লিখন। লিখিত বক্তব্যে আনিছুর রহমান লিখন বলেন, গত ৫ ও ৬ডিসেম্বর বেশকিছু জাতীয় দৈনিক ও অনলাইন ভার্সনে জামায়াতের আমীরের ছেলে ছাত্রলীগ সভাপতি শীর্ষক সংবাদ প্রকাশ হয় যা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এধরনের মনগড়া সংবাদ প্রকাশ হওয়ায় নবনির্বাচিত ছাত্রলীগ সভাপতি খালিদ হাসানের রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন হয়েছে। এধরনের সংবাদ প্রচারকে স্বার্থন্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আনিছুর রহমান লিখন আরো বলেন, যেসব মিডিয়া এই সংবাদ প্রকাশ করেছে সেগুলোর সংশ্লিষ্ট প্রতিবেদক বরাবর প্রমাণ ও যুক্তি উপস্থাপনের জন্য পত্র প্রেরন করা হয়েছে। এসময় নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ। সংবাদ সম্মেলনে খালিদ হাসানের পিতা রওশন আলী জামায়াতের কোন পর্যায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত নন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয় খালিদ হাসান প্রায় ১০বছর ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। গত ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন গনতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এবং সেসময় স্থানীয় সংসদ সদস্য ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এসএম জাকির হোসাইনের উপস্থিতিতেই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা করা হয়। ঐসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শেখ ওহিদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফল ইসলাম আরিফ, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল আওয়াল, সাধারন সম্পাদক এ্যাড. এম. সাইদুর রহমান সৈকত, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারন সম্পাদক কামরুল হাসান, পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×