ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে কবি চন্দ্রাবতীর স্মৃতি বিজড়িত গ্রামীণ সড়ক অবশেষে পাকাকরণ হচ্ছে

প্রকাশিত: ২২:৩১, ৭ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জে কবি চন্দ্রাবতীর স্মৃতি বিজড়িত গ্রামীণ সড়ক অবশেষে পাকাকরণ হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা ভিড় করেন। দীর্ঘদিন ধরে দর্শনার্থীরা কবির স্মৃতি বিজড়িত স্মৃতিচিহৃ দেখতে গ্রামের কাঁচাটি রাস্তাটি ব্যবহার করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো। এ অবস্থায় এলাকাবাসীসহ আগত দর্শনার্থীদের দাবি ছিল রাস্তাটি পাকাকরণের। অবশেষে যাতায়াতের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের তৎপরতায় সেই গ্রামীণ সড়কটি উন্নতকরণের কাজ শুরু হয়েছে। জানা গেছে, সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে অবস্থিত কবি চন্দ্রাবতী এলাকার রাস্তাগুলো ছিল বহুবছর ধরে কাঁচা ও সরু এবং গর্তে ভরপুর। এ কারণে দেশ-বিদেশের আগত দর্শনার্থীরা বর্ষাকালে এমনকি শুকনো সময়েও এ দর্শনীয় স্থান দেখতে এসে নানা বিড়ম্বনায় পড়তেন। দুর্ভোগের শিকার হয়ে আগত দর্শনার্থীরা এটি পাকাকরণে সংশ্লিষ্টদের দৃষ্টি আর্কষণ করতেন। এছাড়া এ রাস্তার দুরাবস্থা দেখে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ডব্লিউ ড্যান মজিনা চন্দ্রাবতী এলাকা আসার নির্ধারিত তারিখে কিশোরগঞ্জ এসেও ফিরে যান। এ বিষয়টি কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী স্থানীয় সংসদ সদস্য তৎকালীন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের কাছে চন্দ্রাবতী এলাকার রাস্তাগুলো পাকাকরণের দাবি জানিয়ে একটি পত্র লিখেন। এরপর মন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে এলজিইডি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরে স্থানীয় প্রশাসন সরেজমিন রাস্তাটির প্রকল্প তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠালে নীলগঞ্জ রেলস্ট্রেশন থেকে চন্দ্রাবতীর পাতুয়াইর কাচারীপাড়া এলাকার সাড়ে ৪ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ৩ কোটি ১২ লাখ ১৯ হাজার ৭১৪ টাকা ব্যয় ধরে একটি প্রকল্পটি পাস হয়। প্রকল্পে ১৩টি কালভার্ট ও ৮শ’ মিটারের প্রটেকশান দেয়াল তৈরিসহ সড়ক পাকাকরণ কাজ তদারকি করছে সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এ ব্যাপারে সদরের উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ নাজমুল হুদা জানান, প্রকল্পটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। আগামী বছরের অক্টোবরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য ইতোমধ্যে মেসার্স শাহীল এন্টার প্রাইজের সাথে একটি চুক্তি বাস্তবায়িত হয়েছে।
×