ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ৫.০ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৯:৪৭, ৪ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডে ৫.০ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক ॥ নিউজিল্যান্ডের ঘনবসতিপূর্ণ এলাকা ব্লেনহেইম থেকে ৩৪ কিলোমিটার পূর্বে সেডন শহরের কাছাকাছি রিখটার স্কেলে ৫.০ মাত্রার একটি ভূমিকম্পে আবারও কেপে উঠল স্থানটি। বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির বিষয়ে কিছুই জানাতে পারিনি আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-জরিপ প্রতিষ্ঠান ইউএস জিওলজ্যিকাল সার্ভের দেয়া তথ্যানুসারে, দেশটির ব্লেনহেম শহর থেকে ৩৪ কিলোমিটার দূরে এই ভূমিকম্প অনুভূত হয় যার গভীরতা ছিল ২০.৩ কিলোমিটার। গত কয়েক সপ্তাহ ধরেই ঘনঘন ভূমিকম্প হচ্ছে নিউজিল্যান্ড। সম্প্রতি ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর দেশটির সমুদ্র তীর উঁচু হয়ে গেছে বলে জানিয়েছে ভূতত্ত্ববিদেরা।
×