ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মসজিদে আজান নিষিদ্ধ করছে ইসরাইল

প্রকাশিত: ০৪:০১, ৪ ডিসেম্বর ২০১৬

মসজিদে আজান নিষিদ্ধ করছে ইসরাইল

আল-আকসা মসজিদসহ জর্দান নদীর পশ্চিম তীরের সব মসজিদের মাইকে আজান প্রচার নিষিদ্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলী মন্ত্রিসভা। শব্দ দূষণের অভিযোগ তুলে বুধবার ইসরাইলী মন্ত্রিসভা মসজিদগুলো থেকে মাইকে আজান সম্প্রচার নিষিদ্ধ করার ওই প্রস্তাব অনুমোদন করে। খবর ইসরাইলী পার্লামেন্ট নেসেটে শীঘ্রই এই প্রস্তাব পাঠানো হবে। নেসেটে অনুমোদিত হলে এটি আইনে পরিণত হবে এবং এরপর ফিলিস্তিনী মসজিদগুলো থেকে আর মাইকে আজান দেয়া যাবে না। এই প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট রেয়ুভেন রিভলিন। বিলটি আইনে পরিণত হলে আল-আকসাসহ ফিলিস্তিনীদের কোন মসজিদে মাইকে আযান দেয়া সম্ভব হবে না এবং মাইকে আজান দেয়ার ‘অপরাধে’ইসরাইলের পুলিশ মসজিদের মুয়াজ্জিনকে জেরা করতে পারবে এবং শাস্তি হিসাবে তার জন্য জেল-জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। উচ্চস্বরে আজান প্রচারের ফলে সাধারণ মানুষ ‘বিরক্ত’ হচ্ছে-এমন অজুহাতে ইসরাইলের মন্ত্রিসভা মাইকে আযান বন্ধের এ পদক্ষেপ নিল। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনী মসজিদগুলোর মাইকে আজান দেয়া বন্ধ করে ইসলাম বিরোধী ওই খসড়া বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ইসরাইলের উগ্র মন্ত্রিসভা আল-আকসা মসজিদসহ ফিলিস্তিনের মসজিদগুলোতে মাইকে আজান দেয়া নিষিদ্ধ করে যে খসড়া বিল প্রস্তুত করেছে তা অত্যন্ত বিপজ্জনক এবং এটা ওই অঞ্চলে ইসলামী ঐতিহ্য ধ্বংসের ইসরাইলী পদক্ষেপেরই অংশ। ওয়েবসাইট পাকিস্তানে গার্মেন্টস অগ্নিকা-ের সন্দেহভাজন ব্যাঙ্ককে আটক পাকিস্তানের করাচীতে চার বছর আগে একটি কারখানায় আগুন লেগে ২৫৫ জন লোকের প্রাণহানি ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ব্যাঙ্ককে আটক করা হয়েছে বলে থাইল্যান্ডের পুলিশ শনিবার জানিয়েছে। খবর এএফপির। ৪৬ বছর বয়সী আব্দুল রেহমানকে শুক্রবার বিকেলে রাজধানী শহরের ত্রানা এলাকার একটি হোটেল থেকে আটক করা হয়েছিল বলে থাইল্যান্ডের ইন্টারপোল প্রধান এ কথা জানিয়েছেন। পাকিস্তানের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু চাওয়ার পর থাই ইন্টারপোল গোপন নজরদারি চালিয়ে রেহমানকে আটক করে। পাকিস্তান চাওয়া মাত্র তাকে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে। ২০১২ সালের সেপ্টেম্বরে আলি এন্টারপ্রাইজ কারখানায় অগ্নিকা- ঘটেছিল। পাকিস্তানের ইতিহাসে এটি ছিল অন্যতম ভয়াবহ একটি শিল্প দুর্ঘটনা।
×