ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিকিনি নয়, হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন হালিমা

প্রকাশিত: ১৯:০৮, ১ ডিসেম্বর ২০১৬

বিকিনি নয়, হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন হালিমা

অনলাইন ডেস্ক ॥ হিজাব পরেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন ১৯ বছরের সোমালি-মার্কিন তরুণী হালিমা আদেন। এই প্রথম মিস মিনেসোটা ইউএসএ প্রতিযোগিতার সেমি ফাইনালে কোনও প্রতিযোগী হিজাব পরে অংশ নিলেন। দু’দিন ধরে চলা প্রতিযোগিতায় শুধু মুখ দেখা গিয়েছে হালিমার। হালিমা জানান, স্বল্প পোশাক পরেই শুধু সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়, শরীর সম্পূর্ণ ঢাকা পোশাকেও প্রতিযোগিতায় অংশ নেওয়া যায় সেটাই উনি প্রমাণ করতে চেয়েছিলেন। নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার পাশাপাশি ইসলাম সম্পর্কে ভুল ধারণাও ভাঙতে চেয়েছিলেন হালিমা। সুইম স্যুট প্রতিযোগিতার সময় বুরকিনি পরেছিলেন হালিমা। তবে এই প্রথম সোমালি-মার্কিন সমাজে ইতিহাস গড়লেন না হালিমা। কলেজে পড়ার সময় কলেজ স্টুডেন্ট গভর্নমেন্টের প্রথম সোমালি-মার্কিন সদস্য হন হালিমা। স্কুলে হোমকামিং কুইনের খেতাবও জিতেছিলেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×