ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ০৬:২১, ১ ডিসেম্বর ২০১৬

ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি সূত্রে জানা গেছে, ব্যাংকটির ৫৫ কোটি ৪৭ লাখ টাকার ফ্ল্যাট ক্রয়ে কোন অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মোঃ মনসুর রহমান, উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ বনি ইয়ামিন খান। জানা গেছে, গত ১৭ অক্টোবর এনবিএল ঢাকার মোহাম্মদপুরে ৭৪ হাজার ৯৭০ স্কয়ার ফিটের ৫০টি ফ্ল্যাট ক্রয়ের ঘোষণা দেয়। আর কোম্পানিটির ফ্লাট ক্রয়ে অনিয়ম হয়েছে বলে একজন বিনিয়োগকারী অর্থ মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করে। অভিযোগের পর অর্থ মন্ত্রণালয় বিএসইসিকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়। -অর্থনৈতিক রিপোর্টার প্রিমিয়ার সিমেন্টে একীভূত হবে দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের সঙ্গে আরও দুই কোম্পানি একীভূত হতে যাচ্ছে। এগুলো হলো : প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড (সাবসিডিয়ারি) এবং ন্যাশনাল সিমেন্ট মিলস লিমিটেড (এ্যাসোসিয়েট)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, রবিবার অনুষ্ঠিত এ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) একীভূতকরণের বিষয়ে শেয়ারহোল্ডাররা প্রস্তাব করেছেন। আর একীভূত হলে এদের উৎপাদন বাড়বে ৫ মিলিয়ন; দৈনিক উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ১৬ হাজার মেট্রিক টন। -অর্থনৈতিক রিপোর্টার
×