ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আজীবন সম্মাননা পেলেন শিল্পী পাপিয়া সারোয়ার

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ নভেম্বর ২০১৬

আজীবন সম্মাননা পেলেন শিল্পী পাপিয়া সারোয়ার

স্টাফ রিপোর্টার ॥ শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম উদ্যোগে সম্প্রতি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লিওয়াজা আক্তারের লেখা লাল ‘স্বপ্ন নীল স্বপ্ন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি নেদারল্যান্ডসের ‘দি হেগ’ অবস্থিত আন্তর্জাতিক সালিশি আদালতের সদস্য বিচারপতি এম তাফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা মীর মোঃ মোতাহার হাসান, পান সুপারীর সিইও কনা রেজা ও সবুজছায়া গ্রুপের চেয়ারম্যান বাশেদ সিমন প্রমুখ। আলোচনা সভা ও এ্যাওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×