ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৫ ডিসেম্বরের মধ্যে সাভারে সকল ট্যানারি স্থানান্তর

প্রকাশিত: ০১:৩৭, ২৭ নভেম্বর ২০১৬

১৫ ডিসেম্বরের মধ্যে সাভারে সকল ট্যানারি স্থানান্তর

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সকল ট্যানারি সাভারে স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হবে বলে জানিয়েছেন ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা। তারা জানিয়েছেন, এ সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তর করে সাভার চামড়া শিল্পনগরীতে পুরোদমে উৎপাদন কাজ শুরু করা হবে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) বাস্তবায়নাধীন ‘চামড়া শিল্পনগরী-ঢাকা’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বুধবার (২৩ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ট্যানারি মালিকরা এ কথা বলেন। সিনিয়র শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রবিবার শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিক চেয়ারম্যান, চামড়া শিল্পনগরী প্রকল্পের পরিচালক, বাংলাদেশ ট্যার্নাস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি, বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস্ অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বুয়েট ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধানাগারের (সিইটিপি) দু’টি মডিউল চালু রয়েছে। এর ফলে ইতোমধ্যে ২৪টি ট্যানারি কারখানা চামড়া উৎপাদন কাজ শুরু করেছে। পাশাপাশি ৫০টি ট্যানারি কারখানা ট্যানিং ড্রাম স্থাপন করেছে। খুব শিগগিরই অন্যান্য ট্যানারিও উৎপাদনে যাবে বলে ট্যানারি শিল্প মালিক সমিতির নেতারা উল্লেখ করেছেন। বৈঠকে আরো জানানো হয়, ইতোমধ্যে ১২৯টি ট্যানারি মালিক কারখানায় স্থায়ী বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর আবেদন করেছেন। এদের প্রত্যেকের অনুকূলে পল্লী বিদ্যুৎ সমিতি ডিমান্ড নোট ইস্যু করেছে। এর মধ্যে ৬০টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছে। কারখানা চালুর জন্য ২৫টি ট্যানারি স্থায়ী বিদ্যুৎ সংযোগ নিয়েছে বলে এ সময় তথ্য প্রকাশ করা হয়।
×