ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আসামি শনাক্তে এলগরিদম

প্রকাশিত: ০৫:৫০, ২৬ নভেম্বর ২০১৬

আসামি শনাক্তে এলগরিদম

আসামির চেহারা শনাক্ত করে তাকে দোষী সাব্যস্ত করতে নতুন এলগরিদম পরীক্ষা করেছে চীন। অর্থাৎ কোন ব্যক্তির ছবি দেখেই এলগরিদম বলে দেবে সে দোষী কিনা। ১৫০০ এর বেশি চীনা নাগরিকের ছবি দেখিয়ে এলগরিদমকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে শত শত আসামিও ছিল। পরবর্তীতে জানানো হয়, এই প্রোগ্রামটি ৮৯ শতাংশ সময় সঠিকভাবে সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছে। এলগরিদমকে প্রশিক্ষণ দিতে সর্বমোট ১৮৫৬ চীনা নাগরিকের পরিচয়পত্রের ছবি দেখানো হয়েছে। ১৮ থেকে ৫৫ বছর বয়সী পুরুষ এবং মহিলা রয়েছেন এই তালিকায়। এর মধ্যে ৭৩০ জন এমন রয়েছেন যারা পুলিশের অপরাধীর তালিকায় নেই। ৯০ শতাংশ ছবি দেখানোর পর বাকি ছবিগুলো তারা এলগরিদমকে শনাক্ত করতে দেয় তারা অপরাধী কিনা। এক্ষেত্রে ১০ জনের মধ্যে নয় জনকে সঠিকভাবে শনাক্ত করেছে প্রোগ্রামটি। Ñবিবিসি
×