ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

থমকে গেল আঙ্কারার ইইউতে যোগদান বিষয়ক আলোচনা

তুরস্কের বিরুদ্ধে প্রস্তাব পাস

প্রকাশিত: ০৫:৪৯, ২৬ নভেম্বর ২০১৬

তুরস্কের বিরুদ্ধে প্রস্তাব পাস

তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পরিকল্পনা আটকে দিল ২৮ জাতি জোটটি। বৃহস্পতিবার স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে তুরস্কের যোগদান বিষয়ক আলোচনা বন্ধ প্রশ্নে একটি প্রস্তাব পাস হয়েছে। চলতি বছর জুলাইতে তুরস্কে রিসেপ তাইপ এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সরকার বিরোধীদের পক্ষের ওপর কঠোর দমন অভিযান চালানোর প্রেক্ষাপটে ইউরোপীয় পার্লামেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে। খবর এএফপির। ইউরোপীয় পার্লামেন্ট যে প্রস্তাব পাস করেছে তা আইনত বাধ্যতামূলক নয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুরস্ক একে ‘অর্থহীন’ পদক্ষেপ বলে মন্তব্য করেছে। তবে তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তি প্রশ্নে আলোচনা চলুক ইউরোপ অধিকাংশ দেশ তা চায়। জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোগান সরকার যেভাবে অভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধরপাকড় চালিয়েছে ইইউ আগেই তার সমালোচনা করেছে। বৃহস্পতিবার ভোটগ্রহণের সময় ফ্রান্সের পার্লামেন্ট সদস্যরা অভ্যুত্থান পরবর্তী তুর্কী সরকারের নেয়া দমন নিপীড়নের কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, তুরস্ক যাতে ইইউতে ভিড়তে না পারে সে বিষয়ে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রস্তাবের পক্ষে পড়ে ৪৭৯টি ভোট, বিপক্ষে ৩৭টি ভোট এবং ১০৯ জন এমপি ভোটদানে বিরত থাকেন। তুরস্কের প্রধানমন্ত্রী বিনাল ইলদিরিম টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন, ‘ইইউর দূরদর্শিতার অভাব রয়েছে। আমাদের দৃষ্টিতে ইউরোপীয় পার্লামেন্টের এ পদক্ষেপের কোন মূল্য নেই। ইইউ কি তুরস্ককে সঙ্গে নিয়ে না তুরস্ককে ছাড়াই নিজের ভবিষ্যত বেছে নিতে সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে।’ তুরস্কের ইইউ বিষয়ক মন্ত্রী ওমর সিলিক ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব পাসের সমালোচনা করে একে অকার্যকর উদ্যোগ বলে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট এখন ডানপন্থী দলগুলোর আড়কাঠি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ধরনের প্রস্তাব উগ্র ডানপন্থী, ইসলাম নিয়ে ভীতি সৃষ্টিকারী ও মানব ভীতি সৃষ্টিকারীদের হাতকেই শক্তিশালী করবে।’ তিনি আরও বলেন, এ ধরনের ‘অগণতান্ত্রিক’ ‘সঙ্কীর্ণমনা’ প্রস্তাবের কোন মূল্য নেই। ইউরোপীয় পার্লামেন্টের প্রস্তাব পাসের প্রতিক্রিয়া তুরস্কের দুর্বল মুদ্রা লিরার ওপর পড়েছে। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে লিরা এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। এ প্রস্তাবের প্রতিক্রিয়ায় একদিনে ডলারের বিপরীতে লিরার দর ১.০৫ শতাংশ পড়ে গেছে। এদিকে এরদোগান বলেছেন, ইইউতে যোগ দেয়ার চিন্তার মধ্যে আটকে থাকা তুরস্কের উচিত নয়। আমরা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি ‘ইউরেশিয়ান’ গ্রুপে যোগ দিতে পারি। গণমাধ্যমকে এরদোগান জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার আলোচনাও হয়েছে। কাজাখস্তানের প্রেসিডেন্ট নূর সুলতান নাজারবায়েভের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এরদোগান। উভয় দেশই সাংহাই প্যাক্ট নামে একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক গ্রুপের সদস্য। গ্রুপের অন্য সদস্যরা হচ্ছে চীন, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার। কিন্তু জুলাইতে এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর ওই আলোচনা ঝিমিয়ে পড়েছে। ইউরোপের নেতারা বলেছেন, ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর এরদোগানের সরকার যে গ্রেফতার ও শুদ্ধি অভিযান শুরু করে তা ইইউর সদস্য হওয়া এবং ভিসামুক্ত চলাচলের আলোচনার যে সব আবশ্যিক পূর্বশর্ত রয়েছে, তার লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে। অভ্যুত্থানের সঙ্গে সম্পর্ক থাকতে পারে অভিযোগ তুলে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি সেনা কর্মকর্তা, বিচারক, শীর্ষ পর্যায়ের সরকারী ও বেসরকারী কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিককে আটক অথবা বরখাস্ত করা হয়েছে। পাশ্চিমা মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও এরদোগান সরকার তাদের সিদ্ধান্তে অটল থাকে।
×