ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদক সেবনে বাধা দেয়ায় ২ আনসার সদস্যের বাড়ি ও দোকানে হামলা ॥ ভাংচুর, লুট

প্রকাশিত: ০৮:০৫, ২২ নভেম্বর ২০১৬

মাদক সেবনে বাধা দেয়ায় ২ আনসার সদস্যের বাড়ি ও দোকানে হামলা ॥ ভাংচুর, লুট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে মাদক সেবনে বাধা দেয়ায় একদল সন্ত্রাসী সোমবার দুই আনসার সদস্যের বাড়ি ও দোকানে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করেছে। এ সময় এলাকাবাসী হামলাকারী দুই সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, কালিয়াকৈরের হাবিবপুর এলাকায় আনসার সদস্য আবুল বাশারের বাড়ির সামনে রবিবার রাতে মাদকসেবী সাদ্দাম, হানিফ ও আরফান মাদক সেবন করে অশালীন ভাষায় চেঁচামেচি ও অঙ্গভঙ্গি করছিল। এ সময় বাশারের ছেলে মনির মাদকসেবীদের এ ধরনের কার্যকলাপে বাধা দেয়। এতে মনিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জেরে সোমবার দুপুরে হানিফের নেতৃত্বে ১০/১২ দুর্বৃত্ত রামদা, লাঠিসোটা নিয়ে বাশারের বাড়িতে ভাংচুর শুরু করে। এসময় স্থানীয়রা তাদের বাধা দিলে হামলাকারীরা পাশের আরেক আনসার সদস্য আলমগীর হোসেনের বাড়ি ও দোকানে ব্যাপক ভাংচুর ও লুটপাট করতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী হামলাকারীদের দুজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে এসে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইলের কুমুদীনি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
×