ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হিউম্যান রাইটস ওয়াচ

মিয়ানমারের একটি রোহিঙ্গা গ্রামেই হাজার বাড়িঘর ধ্বংস

প্রকাশিত: ০৪:২০, ২২ নভেম্বর ২০১৬

মিয়ানমারের একটি রোহিঙ্গা গ্রামেই হাজার বাড়িঘর ধ্বংস

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের একটি গ্রামের এক হাজারেরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। স্যাটেলাইটে ধারণ করা বিভিন্ন চিত্র বিশ্লেষণ করে এ তথ্য দিচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় যদিও দেশটির সরকার একথা অস্বীকার করেছে। খবর বিবিসির। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে গত অক্টোবর থেকে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ব্যাপক অভিযোগও আছে। জাতিসংঘ বলেছে, সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সেখানকার ত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। তাদের অভিযানে ৭০ জন নিহত হয়েছে এবং চারশোর বেশি নাগরিককে তারা আটক করেছে বলে রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়েছে। যদিও মানবাধিকার কর্মীরা বলেছেন নিহতের সংখ্যা আরও বেশি। ভালুকের বন্ধু কুকুর... কানাডার বরফ-শীতল এলাকা ম্যানিটোবার চার্চিলে সেøজটানা সাদা কুকুর ও মেরুভালুকের মধ্যে দারুণ ভাব। দুই বন্ধু পাশাপাশি বসে সূর্য ডোবা দেখছে। ভালুকটা কুকুরের গায়ে-মাথায় হাত বুলিয়ে আদর করছে আর কুকুরটা তা উপভোগ করছে। ইউটিউব, ফেসবুক, টুইটারে ভালুক ও কুকুরের বন্ধুত্বের এ বিরল দৃশ্য ভাইরাল হয়ে গেছে। -ডেইলি মেইল বিরল বল্গা হরিণ কানাডার সাহতু অঞ্চলে স্থানীয় মেটিস উপজাতি ও ডেনে যাজক সম্প্রদায়ের মানুষের সঙ্গে উত্তর আমেরিকান বল্গা হরিণ ক্যারিবোর রয়েছে হাজার বছরের সহাবস্থান। প্রকৃতিবিজ্ঞানীরা সেখানকার তিনটি ক্যারিবো প্রজাতির সন্ধান জানলেও স্থানীয়দের মতে আরও একটি প্রজাতির বল্গা হরিণ বাইরের পৃথিবীর কাছে অজানাই রয়ে গেছে। ক্যারিবোদের বসবাস উত্তর আমেরিকার উত্তরাঞ্চলে। তবে উত্তর ইউরোপ ও এশিয়ায় বসবাসকারী এ হরিণ রেইনডিয়ার বল্গা হরিণ নামে পরিচিত। এদের কান সরু ও উচ্চতা বেশি। -মেন্টাল ফ্লস
×