ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সৌভাগ্যের সেতু!

প্রকাশিত: ০৬:১৫, ১৪ নভেম্বর ২০১৬

সৌভাগ্যের সেতু!

চীনারা তাদের সব কাজেই ঐতিহ্য ও আধুনিকতার মিশেল ঘটাচ্ছে। এবার চীনে এক অদ্ভুত গড়নের সেতু তৈরি করা হয়েছে। সেতুটির আকার দেখতে অনেকটা গিট্টুর মতো। লাল রঙের এ সেতুটিকে বলা হচ্ছে ‘লাকি নট ব্রিজ’ বা ‘সৌভাগ্যের গিট্টু সেতু’। চীনা ঐতিহ্যের শুভ লক্ষণকে ফুটিয়ে তোলার প্রতীক হিসেবেই তৈরি করা হয়েছে সেতুটিকে। ছয় শ’ ফুট দীর্ঘ, ৭৮ ফুট উঁচু, লাল রংয়ের সেতুটি চাংশা শহরের ড্রাগন কিং নদীর ওপরে নির্মিত। চীনাদের সৌভাগ্যের প্রতীক লাল। -এ্যামিউজিং প্ল্যানেট
×