ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল ৩-০ আর্জেন্টিনা

ব্রাজিলের সাম্বা ছন্দে উড়ে গেল আর্জেন্টিনা

প্রকাশিত: ০৬:১০, ১২ নভেম্বর ২০১৬

ব্রাজিলের সাম্বা ছন্দে উড়ে গেল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ বেলো হরিজেন্টের মিনেইরো স্টেডিয়ামে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। দুঃসহ ওই স্মৃতি এখনও তাড়িয়ে বেড়ায় রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই কষ্ট কিছুটা হলেও লাঘব করেছে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই ফুটবলে এই মাঠেই যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে নাকানি-চুবানি খাইয়েছে পেলের উত্তরসূরিরা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বাছাইপর্বের ১১তম রাউন্ডের ম্যাচে নেইমার, আলভেজ, কুটিনহো, পাওলিনহোদের কাছে পাত্তাই পাননি মেসি, ডি মারিয়া, এ্যাগুয়েরো, রোমেরোরা। একতরফা প্রাধান্য বিস্তার করা ম্যাচে সাম্বা ছন্দে আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্বাগতিক ব্রাজিল। ব্রাজিলের সুযোগ ছিল আরও চার-পাঁচটি গোল করার। নেইমার ও পাওলিনহো আর্জেন্টাইন গোলরক্ষককে কাটিয়েও গোল করতে ব্যর্থ হন। এছাড়া সহজ সুযোগ নষ্ট হয় আরও তিনটি। গোলগুলো হলে হয়তো আর্জেন্টিনার লজ্জার মালাটা আরও বড় হতো। অথচ বাছাইপর্বের শুরুতে এই ব্রাজিলই জড়োসড়ো ছিল। নতুন কোচ টিটের অধীনে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। এটি বিখ্যাত হলুদ জার্সিধারীদের টানা পঞ্চম জয়। এই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হয়েছে নেইমারদের। রাশিয়া বিশ্বকাপের টিকেটও প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের। দুর্দান্ত জয় ব্রাজিল বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কার্লোস আলবার্তোকে উৎসর্গ করেছে। গত অক্টোবরে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারা যাওয়ার পর এই প্রথম খেলতে নামে ব্রাজিল। তাকে শ্রদ্ধা জানাতে ব্রাজিলিয়ান ফুটবলাররা হাতে কালো আর্মব্যান্ড পরে খেলেন। অন্যদিকে অবসর ভেঙ্গে ফেরা লিওনেল মেসিকে নিয়ে বাছাইপর্বে এটি প্রথম হার আর্জেন্টিনার। মেসিকে নিয়ে খেলা আগের তিন ম্যাচেই জিতেছিল আকাশী-সাদা জার্সিধারীরা। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। লজ্জার হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরেই থাকতে হচ্ছে ১৯৮৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। এর ফলে পরবর্তী বিশ্বকাপে মেসি, ডি মারিয়ারা খেলতে পারবেন কিনা সে শঙ্কাটা আরও ঘনীভূত হলো। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব অন্যবারের চেয়ে এবার আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ১১টি করে ম্যাচ শেষে ১০ দলের মধ্যে আটটিই আছে বিশ্বকাপের টিকেট পাওয়ার রেসে। প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পেরু। ১৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আট নম্বরে। এক পয়েন্ট বেশি নিয়ে প্যারাগুয়ে সপ্তম স্থানে। কলম্বিয়া ও চিলির ম্যাচ গোলশূন্য ড্র হয়। ১৮ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তিনে ও ১৭ পয়েন্ট নিয়ে চিলি পাঁচে। উরুগুয়ে ২-১ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। দল দু’টির অবস্থান যথাক্রমে দুই ও চারে। কিক অফের পর প্রথম কয়েক মিনিট ম্যাচের দখল ছিল আর্জেন্টিনার দখলে। প্রথম সুযোগও আসে অতিথিদের। কিন্তু বিগলিয়ার শট স্বাগতিক গোলরক্ষক অসামান্য দক্ষতায় ফিরিয়ে দেন। এর পরের গল্প শুধুই ব্রাজিলের। সাম্বা ছন্দে অতিথিদের নাকাল করে তারা। ম্যাচে ব্রাজিলের ফুটবলাররা মেসিকে রীতিমতো বোতলবন্দী করে রাখেন। ২৪ মিনিটে লিভারপুল তারকা ফিলিপ কুটিনহো ডি বক্সের মাথা থেকে বুলেট শটে গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। প্রথমার্ধের শেষ মিনিটে জাদু দেখান প্রথম গোলের উৎসদাতা নেইমার। জেসুসের কাছ থেকে বল পেয়ে আর্জেন্টিনার চারজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে অসাধারণ গোল করেন সময়ের অন্যতম সেরা তারকা। সবার ধারণা ছিল, বিরতির পর ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা। কিন্তু মাঠে দেখা যায় উল্টো চিত্র। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টাইন ফুটবলারদের শারীরিক ভঙ্গি ছিল দেখার মতো। তাদের দেখে মনে হচ্ছিল, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। যে কারণে শেষ ৪৫ মিনিটে ম্যাচে ফেরার সম্ভাবনা দূরে থাক, ৫৯ মিনিটে আরও পিছিয়ে পড়ে তারা। এবার ব্রাজিলকে তিন নম্বর গোল উপহার দেন পাওলিনহো। বাকি সময় গোলের একাধিক সহজ সুযোগ হাতছাড়া হয় স্বাগতিকদের। এরপরও দারুণ এই জয়ে তৃপ্ত ব্রাজিলিয়ানরা। ম্যাচে দু’দলই খেলেছে ৪-৩-৩ ফরমেটে।
×