ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হোয়াইট হাউসে ওবামা-ট্রাম্প বৈঠক

প্রকাশিত: ০৪:১১, ১২ নভেম্বর ২০১৬

হোয়াইট হাউসে  ওবামা-ট্রাম্প  বৈঠক

বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সর্বপ্রধান গণতন্ত্রের ভবিষ্যতের ব্যাপারে আশঙ্কা প্রশমিত করার লক্ষ্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসে ৯০ মিনিটের এক বৈঠকে মিলিত হন। তারা অতীতের বিদ্বেষ দূরে ঠেলে দিয়ে বৈঠকে হৃদ্যতাপূর্ণ আলোচনা করেন। খবর এএফপির। রিপাবলিকান প্রার্থীর বিজয়ে নির্বাচনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শহরগুলোও বিশ্বের অন্যান্য দেশের রাজধানীতে যখন বিক্ষোভ প্রদর্শন হচ্ছে এবং বিশ্বব্যবস্থা যখন অনিশ্চিত হয়ে ওঠেছে ওবামা ও ট্রাম্প তখন সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন বৈঠকে। বিদায়ী প্রেসিডেন্ট ও তার উত্তরসূরী ওভাল অফিসে ঘনিষ্ঠ হয়ে আলোচনায় বসেন। ওবামা বলেছেন, তাদের মধ্যে চমৎকার সংলাপ হয়েছে। তারা বৈঠকের পর জনগণের সামনে আসেন। ওবামা বলেন, দলীয় ও রাজনৈতিক ভেদাভেদ নির্বিশেষে আমাদের সকলের জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে একত্রে পথচলা, একসঙ্গে কাজ করা এবং এভাবে আমাদের সামনে যে অনেক চ্যালেঞ্জ রয়েছে তার সমাধানে কাজ করা। ট্রাম্প এর মন্তব্য প্রকাশে মনে হয়েছে অস্বাভাবিক সতর্ক। তিনি ওবামাকে অত্যন্ত ভাল মানুষ বলে আখ্যায়িত করে বলেন, মি. প্রেসিডেন্ট, আপনার সান্নিধ্য খুবই সম্মানজনক ছিল।
×