ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কবি রাশেদ রহমানের জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:২৮, ৫ নভেম্বর ২০১৬

কবি রাশেদ রহমানের জন্মদিন আজ

ফিরোজ মান্না ॥ নিভৃতচারী কবি ও কথাশিল্পী রাশেদ রহমানের ৫০তম জন্মদিন আজ। তিনি ১৯৬৭ সালের আজকের দিনে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই রাশেদ রহমানের লেখালেখি শুরু। কবিতা, ছোটগল্প ও উপন্যাস লিখলেও মূলত তিনি স্বতন্ত্রধারার গল্পকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এ পর্যন্ত শতাধিক ছোটগল্প লিখেছেন তিনি। রাশেদ রহমানের প্রকাশিত গল্পগ্রন্থগুলোর মধ্যে ‘আগুনঘেরা নদী’ (১৯৯৭, শিল্পতর), ‘সুন্দর পাপ ও বিলাসভূমি’ (২০০০, দিব্যপ্রকাশ), ‘একদিন শুকনো নদীতে’ (২০০৩, পলল প্রকাশনী), ‘অন্ধকারে বৃষ্টির গান’ (২০০৫, পলল প্রকাশনী), ‘ঈশ্বরের চোখে জল’ (২০০৭, পলল প্রকাশনী), ‘জাদুর আয়না’ (২০০৯, গতিধারা), ‘দেশে আর্মি নামলে যে গল্পের জন্ম হয়’ (২০১১, গতিধারা), ‘তৌরাতের সাপ’ (২০১২, গতিধারা), ‘শত্রু কিংবা শত্রু“সম্পত্তি’ (২০১৪, শুদ্ধস্বর) ও ‘গণিকাপ্রণাম’ (২০১৫, শুদ্ধস্বর)। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘কুমারী নদীর কবিতা’ (২০০৮, পলল প্রকাশনী), ‘দ্রৌপদীর শাড়ির আগুন’ ( ২০১০, গতিধারা) ও ‘ঈশ্বরের খাদ্য ও জননীর কবিতা’ (২০১৩, গতিধারা); প্রকাশিত উপন্যাসÑ ‘স্বপ্ন কিংবা স্বপ্নের ছায়া’ (২০০৬, পলল প্রকাশনী)। রাশেদ রহমানের প্রকাশিতব্য গল্পগ্রন্থÑ ‘তাবিজনামা’ (২০১৭, কথা প্রকাশ) ও উপন্যাসÑ ‘শহীদ সতীশচন্দ্র দাস সড়ক’ (২০১৭, বেহুলা বাংলা)। রাশেদ রহমান কথাসাহিত্যিক মোহাম্মদ আবদুর মান্নানের সঙ্গে যৌথভাবে সম্পাদনা করেছেন ‘এই সময়ের নির্বাচিত গল্প’ (৩ খ ), ‘নির্বাচিত প্রেমের গল্প’ ও ‘নির্বাচিত মুক্তিযুদ্ধের গল্প’। এছাড়াও রাশেদ রহমান সাহিত্যের ছোট কাগজ ‘উতঙ্ক’ সম্পাদনা করেন।
×