ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ই-মেইল তদন্তের দ্রুত সুরাহা করবে মার্কিন বিচার বিভাগ;###;এখনও পাঁচ পয়েন্ট এগিয়ে হিলারি

কোমির দ্বৈত অবস্থানে ক্ষোভ

প্রকাশিত: ০৩:৩৯, ২ নভেম্বর ২০১৬

কোমির দ্বৈত অবস্থানে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সোমবার আইনপ্রণেতাদের এক চিঠিতে জানিয়েছে, তারা ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্ত যত দ্রুত সম্ভব সমাধান করতে এফবিআইয়ের সঙ্গে কাজ করবে। এদিকে ই-মেইল নিয়ে নতুন তদন্ত উদ্যোগে এফবিআই পরিচালক জেমস কোমির তীব্র সমালোচনা করে হিলারির প্রচার শিবির বলেছে, তিনি ‘স্পষ্ট দ্বৈত অবস্থান’ নিয়েছেন। তবে এফবিআই নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেয়ার পর হিলারির জনসমর্থন কিছুটা কমলেও তিনি ভালভাবেই অগ্রগামী অবস্থান ধরে রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সোমবার প্রকাশিত সর্বশেষ জরিপের ফলাফলে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল, বিবিসি ও এএফপির। বিচার দফতরের আইন প্রণয়ন বিষয়ক কার্যালয়ের প্রদান পিটার কাদজিক ক্রুব্ধ ডেমোক্র্যাটদের আশ্বস্ত করতে চেয়েছেন যে, নতুন পর্যালোচনায় হিলারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ই-মেইলগুলো বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে। পাঁচ বাক্যেও চিঠিটি সোমবার পাঠানো হয়েছে। চিঠিতে কাদজিক লিখেছেন, এফবিআইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে ও একত্রে কাজ করবে বিচার দফতর এবং যতটা সম্ভব দ্রুততার সঙ্গে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। বিচার বিভাগের চিঠিতে নতুন কোন তথ্য নেই। কোমি শুক্রবার এক চিঠিতে দেশটির কংগ্রেসকে সংক্ষেপে জানিয়েছেন, হিলারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে এমন নতুন অনেকগুলো ই-মেইল তদন্ত করে দেখছে তাদের সংস্থা। এ বিষয়ে উভয় দলের বিস্মিত সিনিয়র আইনপ্রণেতারা বিস্তারিত জানানোর দাবি করেছেন। এদিকে হিলারির ই-মেইল হ্যাকিংসহ মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ জনসম্মুখে প্রকাশ করার বিরোধী কোমি মার্কিন গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর তার সম্পর্কে এ মন্তব্য করা হয়েছে। নির্বাচনের কাছাকাছি সময়ে রুশ বিষয়ক তথ্য প্রকাশের বিষয়টি নিয়ে কোমির উদ্বেগ রয়েছে। তবে এফবিআই এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার লক্ষ্যে দেশটির রাজনৈতিক সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠানের ই-মেইল চুরি ও ফাঁসের নির্দেশ রাশিয়া সরকার দিয়েছে। কোমিও এর সঙ্গে একমত। তবে তিনি নির্বাচনের আগে তা প্রকাশ্যে বলার বিরোধী। অভিযোগ উঠেছে, ট্রাম্পের পক্ষে নির্বাচনে হস্তক্ষেপ করতে ডেমোক্র্যাটদের লক্ষ্যে পরিণত করেছে রুশ হ্যাকাররা। হিলারির প্রচার শিবিরের ব্যবস্থাপক রবি মুক বলেন, এফবিআইয়ের দ্বৈত অবস্থান স্পষ্ট। তিনি অবিলম্বে এ ধরনের কর্মকা-ের সুষ্ঠু ব্যাখ্যা ও হিলারির সঙ্গে যে ধরনের আচরণ করেছেন ঠিক একই ধরনের আচরণ ডোনাল্ড ট্রাম্পের প্রতি করার জন্যও কোমির প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনের মাত্র ক’দিন আগে এফবিআই নতুন করে হিলারির ই-মেইল চালাচালির ঘটনা তদন্তের ঘোষণা দেয়ায় নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। হিলারি ঘনিষ্ঠ সহযোগী হুমা আবেদিনের সাবেক স্বামী এ্যান্থনি ওয়েনারের ল্যাপটপে ই-মেইলগুলো পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। হিলারির ই-মেইলের ঘটনা নির্বাচনে কতটা প্রভাব রাখবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এর বেশ প্রভাব থাকবে বলে অনেকে মতামত দিয়েছেন। ইউনিভার্সিটি অব বস্টনের অধ্যাপক নাজলি কিবরিয়া বলছেন, এত স্বল্প সময়ের মধ্যে এই তদন্ত শেষ করে ফলাফল জানা হয়ত সম্ভব হবে না। তবে এখনও ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেননি, এমন কিছু ভোট হয়ত হিলারির হাতছাড়া হতে পারে। এদিকে রয়টার্স/ইপসোসের ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৪ শতাংশ জানিয়েছেন, তারা হিলারিকে ভোট দিতে পারেন। অপরদিকে ৩৯ শতাংশ ট্রাম্পকে সমর্থন করতে পারেন বলে জানিয়েছেন। রয়টার্স/ইপসোসের বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ জরিপের ফলাফলে ছয় পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। তবে অন্যান্য প্রতিষ্ঠানের করা জরিপে দেখা গেছে হিলারির অগ্রগামিতা দ্রুত হ্রাস পাচ্ছে। রিয়েল ক্লিয়ার পলিটিকস্ দেখিয়েছে, শুক্রবার হিলারি চার দশমিক ছয় পয়েন্টে এগিয়ে থাকলেও সোমবার তার অগ্রগামিতা হ্রাস পেয়ে দুই দশমিক পাঁচ পয়েন্টে এসে ঠেকেছে।
×