ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে দর হারিয়েছে ১৩ খাত

প্রকাশিত: ০৩:৪৪, ৩০ অক্টোবর ২০১৬

গত সপ্তাহে দর হারিয়েছে ১৩ খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে দর (রিটার্ন) হারিয়েছে ১৩ খাতে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৭ খাতে। সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পেপার এ্যান্ড প্রিন্টিং খাতে। এ খাতে ৯ দশমিক ৯৬ শতাংশ দর কমেছে। আলোচিত সপ্তাহে এ খাতে প্রতিদিন ২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপর আর্থিক খাতে ৫ দশমিক ৩৭ শতাংশ দর কমেছে। এ খাতের প্রতিদিন ৩৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ট্যানারি খাতে ৫ দশমিক ১৯ শতাংশ দর কমেছে। এ খাতে প্রতিদিন ২১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ১ দশমিক ১৬ শতাংশ, সিরামিক খাতে ২ দশমিক ৭০ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৯১ শতাংশ, খাদ্য-আনুষঙ্গিক খাতে ২ দশমিক ২৭ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩ দশমিক ৮ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ২৯ শতাংশ, বিবিধ খাতে ২ দশমিক ৭৫ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৫৬ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৮৭ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে ২ দশমিক ৬৭ শতাংশ দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে বাকি ৭ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এ খাতে ৫ দশমিক ৬৮ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতে ২ দশমিক ৪৫ শতাংশ, জ্বালানি খাতে দশমিক ৯৭ শতাংশ, পাট খাতে দশমিক ৭০ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ দশমিক ৯৮ শতাংশ দর বেড়েছে।
×