ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাবধান! পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রে চাকরির নামে প্রতারণা

প্রকাশিত: ০১:৫৭, ২৮ অক্টোবর ২০১৬

সাবধান! পায়রা তাপ বিদ্যুতকেন্দ্রে চাকরির নামে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ সাবধান! এবার মাঠে নেমেছে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার একটি প্রতারকচক্র। ইতোমধ্যে কয়েক চাকরি প্রত্যাশি যুবককে বোকা বানায় এ চক্রটি। কুয়াকাটায় আবাসিক হোটেল যমুনা গেস্ট হাউসে শুক্রবার চারজনের এ চক্রটি অবস্থান নেয়। সেখানে চাকরি প্রত্যাশী কয়েক যুবক যায়। তাদেরকে নৈশ প্রহরি পদে চাকরির কথা বলে জামানত বাবদ প্রত্যেকের কাছ ছয় হাজার টাকা করে হাতিয়ে নেয়। এ খবর মহিপুর থানায় পৌছলে পুলিশ যাওয়ার আগেই সটকে পড়ে প্রতারকচক্র। তবে প্রতারণার শিকার হওয়া যুবকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতারক চক্রের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ। মহিপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, প্রতারক চক্রের কাউকে এখন পর্যন্ত শণাক্ত করা যায়নি। তারা গা ঢাকা দিয়েছে। তবে কয়েকজন ভূক্তভোগী প্রতারনার শিকার হওয়া যুবকের সঙ্গে কথা বলে ওই চক্রকে গ্রেফতারের চেষ্টা চলছে। জানা গেছে এ চক্রটি এও বলে বেড়াচ্ছে যে, যার যে যোগ্যতা রয়েছে সেই অনুসারে বিদ্যুত কেন্দ্রে চাকরি দেয়া হবে। বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর দায়িত্বশীল সুত্রে জানা গেছে, তাদের প্রকল্পে এই মুহুর্তে কোন লোকবল নিয়োগ প্রক্রিয়া চলছে না। উল্লেখ্য ইতোপুর্বে ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে পায়রা সমুদ্র বন্দরে বিভিন্ন পদে ৪৫ জন লোকবল নিয়োগের নামে বিপুল পরিমান টাকা একটি প্রতারক চক্র হাতিয়ে নেয়। ওই চক্রটি তখন ৩ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন প্রতারণা করে। তখন প্রতারণার শিকার হওয়া ১৩ জনে কলাপাড়া প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ করেছিলেন। প্রতারিতরা জানান, পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পায়রা সমুদ্র বন্দরে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। যেখানে লেখা ছিল জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। ইনচার্জ- ৫জন, অফিস সহকারী-১০জন এবং ৩০ জন লেবার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিটিতে ০১৯৫৪০৭৩৬৬৮ মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা দেয়া রয়েছে। রয়েছে ০১৭৯৫০৮১২৯৪ মোবাইল নম্বরটিতে যোগাযোগের জন্য। চাকরি প্রার্থীরা গ্রামীণ নম্বরটিতে যোগাযোগ করলে খন্দকার সালাহউদ্দিন নামের এক ব্যক্তি এদের কাছে বিভিন্ন অংকের টাকা দাবি করেন। অধিকাংশরাই ১৪/১৫ হাজার থেকে ২০-২৫ হাজার টাকা পর্যন্ত বিকাশসহ বিভিন্ন মাধ্যমে প্রদান করেন। বলা হয় স্ব-শরীরে ১০ সেপ্টেম্বর, বুধবার সকাল ১০টায় উপস্থিত থাকার জন্য। এরা সবাই সময়মতো পায়রা বন্দরে উপস্থিত হয়ে বিষয়টি সম্পুর্ণ ভুয়া বুঝতে পারেন। ওই চক্রটি আজ পর্যন্ত ধরা পড়েনি। বর্তমানে ফের পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে চাকরির কথা বলে প্রতারক চক্র মাঠে নেমেছে।
×