ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুদকের হয়রানির শিকার আবাসন খাত ॥ রিহ্যাব

প্রকাশিত: ০১:০৭, ২৫ অক্টোবর ২০১৬

দুদকের হয়রানির শিকার আবাসন খাত ॥ রিহ্যাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবাসন খাত দুর্নীতি দমন কমিশনের (দুদক) হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছে রিহ্যাব। সংগঠনটি বলছে, প্রতিদিন গড়ে ৩টি করে চিঠি আসছে দুদক থেকে। বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তারা তথ্য চাচ্ছে। এতে আমাদের সমস্যা না হলেও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের আবাসন খাতে ব্যাংকে পড়ে থাকা অলস টাকার ব্যবহার বাড়াতে হবে। কারণ এ খাতে বিনিয়োগ করলে জিডিপির প্রবৃদ্ধি বাড়বে। কর্মসংস্থান বাড়বে। দ্রুত উন্নয়ন ঘটবে। দুদকের কার্যক্রম অন্যভাবে করতে হবে জানিয়ে বলা হয়, আবাসন খাতে বিনিয়োগ করলে কোনো প্রশ্ন করা হবে না বলে জাতীয় সংসদ থেকে আইন করা হয়েছে। কিন্তু দুদকের কারণে কেউ বিনিয়োগে সাহস করছে না। তারা বলেন, দুদক তাদের কাজ করবে। এটা আমরাও চাই। কিন্তু কাউকে অহেতুক হয়রানি নয়। কেবল চিঠি দিয়ে আতঙ্ক সৃষ্টি করলে দেশের টাকা বিদেশে যাবে, টাকা লুকানোর কৌশল রপ্ত করবে মানুষ। আগে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি কমানোরও আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, সমস্যায় জর্জরিত দেশের আবাসন খাত। নানা কারণে আবাসন খাত এখন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এজন্য আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সদস্য সংখ্যা কমে যাচ্ছে। এর পেছনে বিনিয়োগ পরিবেশ না থাকা, মূল্যস্ফীতি, দুদকের হয়রানি ও জমি সঙ্কটকে দায়ী করা হয়েছে। সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা উপস্থিত ছিলেন।
×