ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্রিটেন থেকে বড় বড় ব্যাংক সরে যাচ্ছে

প্রকাশিত: ০৩:৩৯, ২৪ অক্টোবর ২০১৬

ব্রিটেন থেকে বড় বড় ব্যাংক  সরে যাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে দাঁড়ানো (ব্রেক্সিট) ‘সিদ্ধান্তের’ পর দেশটিতে অর্থনৈতিক শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। এর ফলে ব্রিটেনভিত্তিক বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেয়ার চিন্তা করছে। বেক্সিট বাস্তবায়ন হলে বড় বড় ব্যাংক ব্রিটেন থেকে সরে যাবে। এ জন্য আগামী বছরের শুরুতে ব্যাংকগুলো প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে ব্রিটিশ ব্যাংকার্স এ্যাসোসিয়েশন (বিবিএ)। ব্যাংকারদের সংগঠন বিবিএর প্রধান এ্যান্থনি ব্রাউনও জানিয়েছেন, বড় বড় ব্যাংক বছরের শুরুরদিকে তাদের কার্যালয় সরানোর চিন্তা করছে। আর ছোট ছোট ব্যাংক ২০১৭ সালের মধ্যেই তাদের কার্যক্রম সরিয়ে নিতে পারে। ইউরোপের অধিকাংশ ব্যাংক ব্রিটেনভিত্তিক জানিয়ে তিনি বলেন, ব্রেক্সিট ইস্যুতে এসব ব্যাংক এখন হাতে রিমোট নিয়ে বসে আছে। সময় হলেই বাটনে চাপ দিয়ে তারা ব্রিটেন ছাড়বে। ব্রাউন আরও বলেন, ব্রেক্সিট নিয়ে এই মুহূর্তে সরকারী ও রাজনৈতিক যেসব বিতর্ক হচ্ছে, তা আমাদের ধোঁয়াশার জালে ফেলে দিয়েছে। গত সপ্তাহে বিবিএর বার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনেও ব্রাউন একই ধরনের মন্তব্য করেন। তিনি বলেন, কিছু ব্যাংক ইতোমধ্যে তোড়জোড় শুরু করেছে। তারা এখন অপেক্ষা শুধু সময়ের। প্রসঙ্গত, গত ২৩ জুন ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনে গণভোট হয়। এ ভোটে ইইউ ছাড়ার পক্ষে রায় দেয় ব্রিটেনবাসী। কিন্তু অর্থ বিশ্লেষকদের অধিকাংশই এ রায়ের ইতিবাচক কোন প্রভাবের কথা জানাননি। তারা বলছেন, এ রায় এবং ব্রিটেনের সরে যাওয়ার সিদ্ধান্ত দেশটির অর্থনীতির জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। ইতোমধ্যে তার কিছু প্রভাবও দেখা গেছে। ব্রিটেনের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। ডলারের বিপরীতে পাউন্ডের দাম গত ৩১ বছরের সর্বনিম্নে নেমেছে এসেছে।
×