ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বীমা কোম্পানির গড়িমসিতে চালু হচ্ছে না খুলনার পাটকল

প্রকাশিত: ০৩:৩৮, ২৪ অক্টোবর ২০১৬

বীমা কোম্পানির গড়িমসিতে চালু হচ্ছে না খুলনার পাটকল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুধু বীমা কোম্পানির গড়িমসিতে চালু হতে পারছে না আগুন লেগে বন্ধ হয়ে যাওয়া খুলনা অঞ্চলের একটি বেসরকারী পাটকল। প্রতিষ্ঠানটি বলছে, বীমা করানোর ক্ষেত্রে যতটা উৎসাহী, দাবি মেটানোর ব্যাপারে ঠিক ততটাই উদাসীন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। যদিও বীমা খাত নিয়ে অসন্তোষ জানিয়ে দ্রুতই সমস্যাটি নিষ্পত্তির আশ্বাস দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে আর্থিক খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত সংস্কার ছাড়া দীর্ঘমেয়াদী এ খাতের উন্নয়ন অসম্ভব। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আমার এলাকার এক দোকানে আগুন লেগেছিল সেই দোকানের ইন্স্যুরেন্সও করা ছিল। তখন আমি সেই কোম্পানিতে চার বার গিয়ে অনেক কষ্টে টাকা নেই। তাও অর্ধেক তারা দিয়েছিল পুরোটা দেয়নি। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য থেকেই স্পষ্ট খোদ সরকারও অপারগ বীমা খাতের জট খুলতে। একইভাবে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে খুলনার দিঘলিয়ার জুট টেক্সটাইল মিলের ১ নম্বর ইউনিট যেখানে দৈনিক ৩০ টনের মতো পাট ও পাটজাত পণ্য উৎপাদিত হতো।
×