ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কারের অভাবে বেহাল দশা খুলনার অধিকাংশ সড়কের

প্রকাশিত: ০৬:৩০, ১৫ অক্টোবর ২০১৬

সংস্কারের অভাবে বেহাল দশা খুলনার অধিকাংশ সড়কের

স্টাফ রিপোর্টার ॥ অতিবৃষ্টি ও সংস্কারের অভাবে বেহাল দশা খুলনা নগরীর অধিকাংশ সড়কের। এছাড়া জেলার সড়ক ও মহাসড়কের বেশিরভাগের অবস্থাও ভাঙ্গাচোরা। এতে প্রায়ই এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি বেশিরভাগ সময় দূরপাল্লার যানবাহন বিকল হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। খুলনা নগরীর শিপইয়ার্ড সড়ক। এই সড়কের দু’পাশে রয়েছে বেশ কিছু শিল্প এবং ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় এবং গত কয়েকদিনের জলাবদ্ধতার কারণে সড়কটিতে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। গর্তে পানি জমে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলে। একই অবস্থা শেখপাড়া সড়ক, দোলখোলা থেকে বাগমারা সড়ক, মোল্লাপাড়া প্রধান সড়ক, পূর্ব বানিয়াখামার সড়কসহ প্রায় ৮৫ কিলোমিটার সড়কের। এছাড়া জেলার খুলনা-সাতক্ষীরা, খুলনা-যশোর এবং খুলনা-পাইকগাছা সড়কেরও বেহাল দশা। সড়কগুলোতে বড় বড় গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে সবচে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে যানবাহন চালকদের।
×