ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:৫৯, ১৪ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুই দিনের সরকারী ছুটির পরে দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন কমেছে। যদিও ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীদের সশরীরে উপস্থিতিও কিছুটা কম ছিল। অনেকেই ছুটির ফাঁকে হাউসগুলোতে আসেননি। কারণ আবারও শুক্র ও শনিবার দুই দিনের ছুটির ফাঁদে পড়তে পুঁজিবাজার। সবমিলে উভয় বাজারেই বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে ৪৪৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৭ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : সামিট পাওয়ার, ব্র্যাক ব্যাংক, মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল হাউজিং, তিতাস গ্যাস, সিঙ্গার বিডি, জেমিনি সী ফুড, যমুনা ওয়েল ও জিএসপি ফাইন্যান্স। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : স্ট্যান্ডার্ড সিরামিক, ন্যাশনাল হাউজিং, দেশ গার্মেন্টস, আলহাজ টেক্সটাইল, পেনিনসুলা চট্টগ্রাম, ফারইস্ট লাইফ, এশিয়া ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিক, আমরা টেক ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : সাভার রিফ্যাক্টরিজ, মাইডাস ফাইন্যান্স, মুন্নু স্টাফলারস, নিটল ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, হা-ওয়েল টেক্সটাইল, মডার্ন ডাইং, ইনটেক, বিএসআরএম লিমিটেড ও ন্যাশনাল লাইফ ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার, হোটেল পেনিনসুলা, গ্লোবাল হেভি কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
×