ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

প্রকাশিত: ০৪:২৭, ৫ অক্টোবর ২০১৬

রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এ বছর গত ৯ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। বছর শেষ হওয়ার আগেই চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। বাসাবাড়ির ভেতরের মশা নিধনে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাঃ মিরজাদী সাবরিনা ফ্লোরা জনকণ্ঠকে জানান, এ বছর রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কম। বাইরের পাশাপাশি বাসার ভেতরের মশা নির্ধনে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বাসার লোকজনকেই প্রধান ভূমিকা রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে এখনই সবচেয়ে সুন্দর সময় ॥ ডাঃ কামরুল বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বিশ্ব দরবারে বাংলাদেশ বর্তমানে এক বিস্ময়কর দেশ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অভাবনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার এখনই সবচেয়ে সুন্দর সময়। আর এ সময়কে কাজে লাগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সেবার মান বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডাঃ মিল্টন হলে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহযোগী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ উপর প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা। -বিজ্ঞপ্তি
×