ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের হ্যাটট্রিক ড্র, বার্সার দ্বিতীয় হার

প্রকাশিত: ০৬:৩৬, ৪ অক্টোবর ২০১৬

রিয়ালের হ্যাটট্রিক ড্র, বার্সার দ্বিতীয় হার

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ জমে উঠেছে স্প্যানিশ লা লিগা। প্রতিবার সাধারণত তিনটি দলের মধ্যে শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকলেও চলমান ২০১৬-১৭ মৌসুমটা উন্মুক্ত হয়ে পড়েছে। শুধু তিন বড় দল রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদই নয়, সপ্তম রাউন্ড শেষে অংশগ্রহণকারী ২০ দলের মধ্যে ১০টি দলই আছে শিরোপা রেসে। এমন মধুর প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়েছে তিন পরাশক্তির নড়বড়ে অবস্থা ও মাঝারি মানের দলগুলোর ধারাবাহিকতার কারণে। রবিবার রাতেই যেমন লীগে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে বার্সা। এ্যাওয়ে ম্যাচে সেল্টা ভিগোর কাছে কাতালানরা হেরেছে ৪-৩ গোলে। আর রিয়াল মাদ্রিদ লীগে টানা তিনটি ম্যাচে ড্র করেছে। এবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে গ্যালাক্টিকোদের ১-১ গোলে রুখে দিয়েছে এইবার। এর আগে ভিয়ারিয়াল ও লাস পালমাসের সঙ্গেও ড্র করেছিল জিনেদিন জিদানের দল। এরও আগে চ্যাম্পিয়ন্স লীগে ড্র করে তারা। সবমিলিয়ে টানা চার ম্যাচ ড্র করল রিয়াল। বার্সা-রিয়ালের হতাশার সুযোগে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়ন এ্যাটলেটিকো মাদ্রিদ। বর্তমানে সাতটি করে ম্যাচ শেষে ১৫ পয়েন্ট করে ভা-ারে এ্যাটলেটিকো ও রিয়ালের। তবে গোলগড়ে এগিয়ে থেকে দিয়াগো সিমিওনের দল এক ও জিদানের দল দুই নম্বরে। ১৪ পয়েন্ট নিয়ে তিন নন্বরে সেভিয়া। ১৩ পয়েন্ট করে ঝুলিতে বার্সা ও ভিয়ারিয়ালের। তবে গোলগড়ে কাতালানরা চার ও ভিয়ারিয়াল পাঁচে। ম্যাচে নিজ নিজ দলের হয়ে দারুণ মাইলফলক স্পর্শ করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও গ্যারেথ বেল। ইনিয়েস্তাকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামান বার্সা কোচ লুইস এনরিকে। এটি ছিল স্প্যানিশ তারকার কাতালানদের হয়ে ৬০০ নম্বর ম্যাচ। এই ম্যাচ দল হারায় মনটা বেজায় খারাপ হয়েছে ইনিয়েস্তার। ম্যাচ শেষে তিনি হতাশা ব্যক্ত করেন। অন্যদিকে রিয়ালের হয়ে ৫০ গোল করার মাইলফলক স্পর্শ করেছেন গ্যারেথ বেল। ওয়েলস তারকা ৮৭ ম্যাচ খেলে এ কৃতিত্ব করেন। ম্যাচে তার গোলেই হার এড়ায় গ্যালাক্টিকোরা। ইনজুরি আক্রান্ত লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সিলোনার ওপর চড়াও হয়ে খেলে সেল্টা ভিগো। পিওনে সিসটো, ইয়াগো আসপাসের গোলের পর ও জেরেমি ম্যাথুর আত্মঘাতী গোলে প্রথমার্ধের ৩৩ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় সেল্টা। দ্বিতীয়ার্ধে অবশ্য জেরার্ড পিকে ও নেইমারের পেনাল্টির গোলে বার্সিলোনা দ্রুতই ম্যাচে ফিরে আসে। তবে ৭৭ মিনিটে পাবলো হার্নান্দেজের গোলে আবারও সেল্টা এগিয়ে যায়। তখন আর বার্সিলোনার কিছুই করার ছিল না। ম্যাচের শেষের দিকে অবশ্য পিকের দ্বিতীয় গোল শুধু ব্যবধানই কমিয়েছে কাতালানরা। সান্টিয়াগো বার্নাববি্যুতে পুচকে এইবারের সঙ্গে ড্র করে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন বার্সিলোনার থেকে দুই পয়েন্ট এগিয়ে থাকলেও গোল ব্যবধানে এ্যাটলেটিকোকে টপকাতে পারেনি। ভ্যালেন্সিয়াকে হারিয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের টপকে লীগ টেবিলের শীর্ষে উঠে এসেছে এ্যাটলেটিকো। যদিও ম্যাচে এ্যাটলেটিকোর পক্ষে পেনাল্টির সুযোগ নষ্ট করেন এ্যান্টোনিও গ্রিজম্যান ও কেভিন গামেইরো। গত মৌসুমে বার্সিলোনার দায়িত্ব নেয়ার পর এই সেল্টার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সিলোনা। সেই দলের কাছেই আবারও পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে হতাশ বার্সা শিবির। দলটির কোচ লুইস এনরিকে বলেন, আমি মোটেই সন্তুষ্ট হতে পারছি না। কারণ আন্তর্জাতিক বিরতির পর শীর্ষে ওঠার সুযোগটা আমরা নিতে পারলাম না। প্রথমার্ধে আমরা একেবারেই খেই হারিয়ে ফেলেছিলাম। লা লিগার শুরুটা দারুণভাবেই করেছিল জিনেদিন জিদানের রিয়াল। নতুন মৌসুমের প্রথম চারটি ম্যাচ জিতে স্পর্শ করেছিল টানা ১৬ লীগ ম্যাচ জয়ের রেকর্ড। কিন্তু তার পর থেকেই যেন পথ হারিয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ড্র করেছে টানা চারটি ম্যাচে। পরশু রাতে নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ষষ্ঠ মিনিটে গোল করে অতিথি এইবারকে এগিয়ে নেন ফ্রান রিকো। ম্যাচে সমতা ফেরাতেও অবশ্য খুব বেশি সময় নেয়নি রিয়ালের। ১৭ মিনিটে গোল করেন গ্যারেথ বেল। এরপর কোন দলই পায়নি গোলের দেখা। ফলে আরেকটি হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।
×