ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মাত্র ২৯ বছর বয়সে ১৪ কন্যার মা, ছেলে না হলে আরও ১০

প্রকাশিত: ০৫:৪৩, ৩ অক্টোবর ২০১৬

মাত্র ২৯ বছর বয়সে  ১৪ কন্যার মা, ছেলে  না হলে আরও ১০

মাত্র ২৯ বছর বয়সে ১৪ কন্যার মা হয়েছেন অগাস্টিনা হিগুয়েরা। তবে এখনই থামছেন না তিনি। ঘোষণা দিয়েছেন তার কোল জুড়ে যতদিন না একটি পুত্রসন্তান আসবে ততদিন সন্তান জন্ম দিয়ে যাবেন। খবর ওয়েবসাইটের। এরই মধ্যে ‘সুপারমম’ হিসেবে পরিচিতি পেয়েছেন অগাস্টিনা। আর মাত্র দুই মাস আগে তিনি জন্ম দিয়েছেন জমজ কন্যা। তারও আগে আরও দুই দফা জমজ কন্যার জন্ম দেন তিনি। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের প্যারিস শহরের বাসিন্দা অগাস্টিনা ও তার স্বামী এ্যান্টোনিওর যখন বিয়ে হয় তাদের বয়স ১৫ ও ১৭ বছর। টেক্সাসের আইন ১৪ বছর বয়সে মা-বাবা সম্মতিতে বিয়ের অনুমতি দেয়। তাদের এখন শুধু একটাই কষ্ট যে ছেলে নেই। আর সে জন্য তারা অপেক্ষায় থাকবেন। এতে একমত এ্যান্টেনিও। হিগুয়েরা বলেন, আমরা দুজনই খুব করে একটা ছেলে চাই। সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যাব। মেয়েদের জন্য যে মন খারাপ তা নয়। তবে একটি ছেলে পেতে যদি আরও ১০টি মেয়েরও জন্ম দিতে হয়, দেবো। কেবল যে সন্তান জন্ম দেয়াই হিগুয়েরার কাজ তা নয়। সন্তানের ভরণপোষণের দায়িত্বও মায়ের। প্রতিদিন আটবার খাবার রান্না করা, একটি মিনিবাসে করে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া-আসা করতে হয়। ঘরকন্নার অন্যান্য কাজ করে রাতে দুই ঘণ্টার বেশি ঘুমাতেও পারেন না তিনি।
×