ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় ব্যাংকার স্বামীর কোপে স্ত্রী খুন ॥ স্বামী আটক

প্রকাশিত: ০১:৫৮, ১ অক্টোবর ২০১৬

গজারিয়ায় ব্যাংকার স্বামীর কোপে স্ত্রী খুন ॥ স্বামী আটক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ গজারিয়ায় ব্যাংকার স্বামীর কোপে স্ত্রী খুন হয়েছে। এই হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ রোড এলাকায় মিজানুর রহমানের বাড়িতে রিয়াজ রহমান তার স্ত্রী জাকিয়া খাতুন নিহাকে নিয়ে ভাড়ায় বসবাস করত প্রায়ই তাদের মাঝে নানান বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় ঝগড়া চলত। তারই ধারাবাহিকতায় সকালে কথাকাটির এক পর্যায়ে স্বামী রিয়াজ রহমান (২৮) স্ত্রী নিহাকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে পালিয়ে যাওয়ার সময় রিয়াজ রহমানকে আটক করে গজারিয়া থানা পুলিশ। গুরতর আহত জাকিয়া খাতুন নিহা কে স্থানীয়রা গজারিয়া উপজেলার ভবেরচর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গজারিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, আটককৃত রিয়াজ রহমান শরিয়তপুর জেলার বেদরগঞ্জ এলাকার মজিবুর রহমানের ছেলে। সে ন্যাশনাল ব্যাংক (গজারিয়া, ভবেরচর) শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত। আহত গৃহবধু জাকিয়া খাতুন নিহা (১৮) সে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকার মৃত. নাজির হোসেনের মেয়ে। এঘটনায় আটক রিয়াজ রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে। এদিকে গুরতর আহত গৃহবধু জাকিয়া খাতুন নিহার অবস্থা আশঙ্খা জনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। সেখানে অতিরিক্ত রক্ত ক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় বিকালে নিহার মৃত্যু হয় বলে জানিয়েছে তাঁর স্বজনরা। আহতের স্বজনেরা জানায়, দুই বৎসর আগে তাদের বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর থেকেই যৌতুকের টাকার জন্য গৃহবধু নিহাকে শারীরিক ভাবে নির্যাতন করত।
×