ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে বিপুল ইয়াবা, মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার

প্রকাশিত: ০১:৪৭, ১ অক্টোবর ২০১৬

হবিগঞ্জে বিজিবি’র অভিযানে বিপুল ইয়াবা, মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বিপুল পরিমান ফেনসিডিল সহ হবিগঞ্জের আসামপাড়া বাজার থেকে তানিম তালুকদার নামে এক দুর্ধষ শিবির ক্যাডারকে আটক করেছে বিজিবি। আটককৃত এই নেতা সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত ছাত্র এবং সংশ্লিস্ট উপজেলাধীন পাঁচগাও গ্রামের বাসিন্দা কুতুব আলীর পুত্র। বিজিবি’র সুবেদার মো. আজিজুর রহমান মিডিয়া কে জানান, তাদের কাছে থাকা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলার চুনারুঘাট উপজেলাধীন ওই বাজারে হানা দিয়ে শিবির নেতা তানিম কে ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করেন তারা। এসময় এই নেশা জাতীয় দ্রব্য কেনা বেচা ও সন্ত্রাসী কাজে ব্যবহিৃত একটি মটর সাইকেলও তার কাছ থেকে জব্দ করে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, তানিমের বিরুদ্ধে শুধু চুনারুঘাট নয়, সিলেট কতোয়ালী এবং বিভিন্ন থানায় রাজনৈতিক সহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। এদিকে বিজিবি ৫৫ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, ইউএনও টিনা পাল ও সংশ্লিস্ট ব্যাটেলিয়ানের সহ অধিনায়ক মোশারফ হোসেনের নের্তৃত্বে একই দিন দিবাগত রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলার মাধবপুর পৌরসভার পশ্চিম এলাকাস্থ সম্রাট আলী আকবরের বাড়ীতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ২২ হাজার ১’শ ৮০ টাকা, ৬ হাজার ৮’শ পিস ইয়াবা, ৫২ বোতল ভারতীয় ফেনসিডিল, ২ লিটার চোলাই মদ সহ ২২ টি মোবাইল সেট উদ্ধার করেছে ট্রাক্স র্ফোস। বলাবাহুল্য, মাদক সম্রাট আকবরের ওই বাড়ীতে একাধিক বার পুলিশ, র্যা ব ও বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় সামগ্রী সহ তাকে আটক করলেও সে কোর্ট থেকে বারংবার জামিনে মুক্ত পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তবে এবারের অভিযান টের পেয়ে আকবর আগেই পালিয়ে যেতে সক্ষম হয়।
×