ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীদের অসহযোগিতায় সরছে না কাওরানবাজার কাঁচাবাজার

প্রকাশিত: ০৪:০০, ১ অক্টোবর ২০১৬

ব্যবসায়ীদের অসহযোগিতায়  সরছে না কাওরানবাজার  কাঁচাবাজার

স্টাফ রিপোর্টার ॥ যানজট নিরসনে রাজধানীর অন্যতম পাইকারি বাজার কাওরানবাজার স্থানান্তরের পরিকল্পনা সিটি কর্পোরেশনের থাকলেও তা সম্ভব হচ্ছে না ব্যবসায়ীদের অসহযোগিতায়। ব্যবসায়ীরা বলছেন, বাজার সরানো হলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তারা। এছাড়া নতুন স্থানে সিটি কর্পোরেশনের নির্মাণ করে দেয়া পাইকারি বাজার ব্যবসাবান্ধব নয় বলেও অভিযোগ তাদের। নির্মাণের দুই বছর পরও মহাখালীর পাইকারি বাজার অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে এখানকার অবকাঠামো। কাওরানবাজার ২৪ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার। ১৭৬টি পাইকারি আড়তের পাশাপাশি রয়েছে এক হাজার ছয় শ’ ১৩টি দোকান। আড়তদার, খুচরা ব্যবসায়ী আর ক্রেতাদের পদচারণায় দিন কিংবা রাত সবসময়ই ব্যস্ত এলাকাটি। কৃষিপণ্যের বাজার এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কাওরানবাজার এলাকার যানজট নিরসনের জন্য সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় চার শ’ কোটি টাকা ব্যয়ে রাজধানীর আমিনবাজার, মহাখালী ও যাত্রাবাড়ীতে পৃথক পাইকারি বাজার নির্মাণ করা হচ্ছে। কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ তাদের সুবিধার কথা বিবেচনা না করে এবং কোন আলোচনা না করেই এ ভবনগুলো নির্মাণ করা হচ্ছে। ২০০৬ সালে একনেকের নেয়া সিদ্ধান্তে পাইকারি বাজার নির্মাণ প্রক্রিয়া এখন শেষের পথে। দু’বছরের বেশি হলো শতভাগ নির্মাণ সম্পন্ন হয়েছে মহাখালী পাইকারি বাজারের ভবনসমূহ। তবে কাওরানবাজারের ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে এখনও চালু হয়নি বাজারটি। ব্যবসায়ী নেতাদের অভিযোগ, নতুন নির্মাণ করা ভবন ব্যবসাবান্ধব নয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম বলছেন, ব্যবসায়ীদের কাছে বাজারের দোকান মূল্য বেশি হওয়ায় তাদের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। কাওরানবাজার সরাতে দৃঢ়প্রতিজ্ঞ সিটি কর্পোরেশন আশা করছে, আলোচনার মাধ্যমেই বাজার স্থানান্তর প্রক্রিয়ার সমাধান হবে।
×