ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে কিশোর ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রে কিশোর ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনায় এক কিশোর ছেলের গুলিতে প্রাণ গেল বাবার। বাবাকে গুলি করে একটি প্রাইমারী স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে কিশোরটি। এ সময় দুই শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হন। খবর বিবিসির। সাউথ ক্যারোলাইনার টাউনভিল এলিমেন্টারি স্কুলে বুধবার এ ঘটনা ঘটে। হামলাকারী কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী কিশোর এক শিশু শিক্ষার্থীর পায়ে ও আরেকজনের পায়ের পাতায় গুলি করে। সন্ত্রাসী বা জাতিগত বিদ্বেষের সঙ্গে এ হামলার কোন সম্পর্ক নেই বলে মনে করছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে তারা। ক্যাপ্টেন গারল্যান্ড মেজর জানিয়েছেন, নিজেদের বাড়িতে ৪৭ বছর বয়সী বাবাকে গুলি করে হামলাকারী। এর পর প্রায় দুই কিলোমিটার দূরে স্কুলে ঢুকে হামলা চালায় সে। হামলাকারী কিশোরের নাম প্রকাশ করা হয়নি। হিডেন বীচ... মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা উপকূল থেকে ২০ নটিক্যাল দূরে হিডেন বীচ অবস্থিত। এটি বীচ অব লাভ হিসেবে পরিচিত। স্থানীয় ভাষায় একে বলা হয় প্লায়া ডি আমোর। স্কেনিস মেরিইটা আইল্যান্ডের মধ্যে তৈরি হিডেন বীচ বা লুকানো সমুদ্র সৈকত। চারপাশে ফাঁকা মাঝখানে সমুদ্র এমনই গুহার মতো এলাকা হচ্ছে হিডেন বীচ। যাওয়ার জন্য একমাত্র মাধ্যম হলো হেলিকপ্টার। -গ্রিন্ডটিভি ‘খরা মোকাবেলায় ফল’ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের স্কুলছাত্রী কিয়ারা নিরঘিন (১৬) গুগলের বিজ্ঞানমেলায় কমলালেবুর খোসা ব্যবহার করে মাটিতে পানি ধরে রাখার শোষণ ক্ষমতাসম্পন্ন পদার্থ উদ্ভাবন করেছেন। এজন্য তিনি ৫০ হাজার ডলার পুরস্কার পেয়েছেন। ‘খরা মোকাবেলায় ফল’ শিরোনামে প্রকল্পটি তুলে ধরা হয়। ফলের রস প্রস্তুতকারক শিল্প থেকে ফেলে দেয়া বর্জ্য ব্যবহার করে কৃত্রিম পলিমার জৈব তৈরি করা হয়েছে, যা ব্যবহার করে কৃষকরা অর্থ ও ফসল বাঁচাতে পারবেন। এতে প্রয়োজন শুধু বিদ্যুত ও সময়। -বিবিসি
×