ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘাটতির পরিমাণ প্রায় ৬২০ কোটি টাকা

মূলধন ঘাটতিতে ৯ ব্যাংক

প্রকাশিত: ০৪:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৬

মূলধন ঘাটতিতে ৯ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ কয়েকটি ব্যাংক মূলধন ঘাটতির তালিকা থেকে বের হতে পারছে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বারবার তাগিদ দিলেও তা কাজে আসছে না। চলতি বছরের জুন শেষে ৯ ব্যাংক এ মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে। এ তালিকায় রয়েছে সরকারী মালিকানাধীন ৭টি ও বেসরকারী খাতের ২টি ব্যাংক। এতে সার্বিক ব্যাংকিং খাতেও সামান্য মূলধন ঘাটতি দেখা দিয়েছে। একইসঙ্গে এ সময়ে মূলধন পর্যাপ্ততার হারও কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টরা জানান, উদ্যোক্তাদের যোগান দেয়া অর্থ ও মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষণ করা হয়। কোন ব্যাংকের মূলধন ঘাটতি দেখা দিলে তার ভিত্তি দুর্বল হিসেবে ধরা হয়। একইসঙ্গে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না। মূলত সরকারী খাতের ব্যাংকগুলোর কারণেই সার্বিক ব্যাংকিং খাতে ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা। জানা গেছে, যে কোন ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ হারে মূলধন সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। প্রতি ত্রৈমাসিকে মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) হিসাব করে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকা, এর মধ্যে যেটি বেশি তার ভিত্তিতে মূলধন পর্যাপ্ততার অনুপাত নির্ধারণ করা হয়। ঝুঁকিভিত্তিক সম্পদ হিসাবে ঋণ, বাজার ও পরিচালন ঝুঁকিগুলোকে বিবেচনায় নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন শেষে ব্যাংকিং খাতে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন সংরক্ষণের প্রয়োজন ছিল ৭৭ হাজার ৫২৪ কোটি ২৬ লাখ টাকা। এর বিপরীতে ব্যাংকগুলো সংরক্ষণ করেছে ৭৬ হাজার ৮৮৪ কোটি ৪০ লাখ টাকা। ফলে ঘাটতি দেখা দিয়েছে প্রায় ৬২০ কোটি টাকা। তবে এ পরিমাণ ঘাটতি থাকার পরও সংরক্ষিত মূলধন এ খাতের মোট ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ দশমিক ৩৪ শতাংশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের প্রান্তিক মার্চ শেষে ব্যাংকগুলোর প্রয়োজন ছিল ৭৪ হাজার ৫২৮ কোটি টাকা। সংরক্ষণ করা হয়েছিল ৭৫ হাজার ৬১২ কোটি টাকা, যা ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ দশমিক ৬২ শতাংশ ছিল। গত ডিসেম্বর শেষে যা ছিল ১০ দশমিক ৮৪ শতাংশ। প্রতিবেদনে দেখা যায়, জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মধ্যে ৫টিই মূলধন ঘাটতিতে পড়েছে। এর পরিমাণ ৬ হাজার ৭০৮ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সর্বোচ্চ ২ হাজার ৫০৫ কোটি টাকার ঘাটতি রয়েছে। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল ২ হাজার ৮৫০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ২ হাজার ২৮৬ কোটি টাকার মূলধন ঘাটতি রয়েছে বেসিক ব্যাংকের। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল ২ হাজার ২৩৬ কোটি টাকা। জনতা ব্যাংকের ঘাটতি রয়েছে ৬৬৪ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ব্যাংকটির ৪৮ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। অগ্রণী ব্যাংকের ঘাটতি দেখা দিয়েছে ১৯৯ কোটি ৫৪ লাখ টাকা। আগের প্রান্তিকে এই ব্যাংকের কোন ঘাটতিই ছিল না। আর রূপালী ব্যাংকের ঘাটতি রয়েছে ১ হাজার ৫২ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের প্রান্তিকেও ছিল ৪৪৪ কোটি টাকা। এ সময়ে বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের ঘাটতি রয়েছে ৬ হাজার ২৩ কোটি ৭০ লাখ টাকা। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল সাত হাজার ২৫ কোটি টাকা। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি রয়েছে ২৭৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের প্রান্তিকে ব্যাংকটির ঘাটতি ছিল ৭৮৯ কোটি টাকা। বেসরকারী খাতের বাংলাদেশ কমার্স ব্যাংকের ঘাটতি রয়েছে ২৯৭ কোটি ৭৮ লাখ টাকা। আগের প্রান্তিকে ছিল ২৯৪ কোটি টাকা। এছাড়া আাইসিবি ইসলামী ব্যাংকের ঘাটতি রয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, যা আগের প্রান্তিকে ছিল ১ হাজার ৪৩১ কোটি টাকা। তবে সরকারী ও বেসরকারী খাতের নয় ব্যাংকের মূলধনে বড় অঙ্কের ঘাটতি থাকলেও অনেক ব্যাংকই এ সময়ে প্রয়োজনের তুলনায় বেশি মূলধন রাখতে সক্ষম হয়েছে। এ কারণে মূলধন পর্যাপ্ততার হার রেশিও হ্রাস পেয়েছে তুলনামূলক কম।
×