ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এসএমই ঋণে বাধ্যতামূলক বাংলায় আবেদনপত্র

প্রকাশিত: ০২:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০১৬

এসএমই ঋণে বাধ্যতামূলক বাংলায় আবেদনপত্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ এসএমই খাতের উদ্যোক্তারা যেন সহজে ঋণ পেতে পারেন, সে জন্য আরও সহজ করা হলো এর আবেদনপত্র। এখন থেকে ব্যাংকের সরবরাহ করা বাংলায় স্বতন্ত্র আবেদপত্র পূরণ করে জমা দিলেই হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। নির্দেশনার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বাংলায় তৈরি স্বতন্ত্র ফরমটিও পাঠানো হয়েছে । সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে তৈরি করা নির্দেশনায় বলা হয়েছে, এসএমই খাতের বিশেষ করে কুঠির মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের সুবিধার্থে বাংলায় তৈরি স্বতন্ত্র আবেদনপত্রটি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এসএমই খাতের উদ্যোক্তাদের জন্য সহজলভ্য করতে এর প্রিন্ট কপি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সব শাখায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি সফট কপি ব্যাংকের ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই আবেদন অনুযায়ী ব্যাংক অবশ্যকীয় যে কোনও তথ্য, প্রমাণপত্র ও দলিলাদি গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করতে পারবে।
×