ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কেডিএস এক্সেসরিজের নতুন প্রকল্পের উৎপাদন শুরু

প্রকাশিত: ০৬:৫০, ২৬ সেপ্টেম্বর ২০১৬

কেডিএস এক্সেসরিজের নতুন প্রকল্পের উৎপাদন শুরু

শেয়ারবাজারে তালিকাভুক্ত কেডিএস এক্সেসরিজের নতুন প্রকল্প প্যাকেজিং লাইন-৩ এর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা দিয়ে এ প্রকল্প চালু করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। আইপিও প্রসপেক্টাসে ঘোষণা অনুযায়ী, প্যাকেজিং লাইন-৩ এর সম্প্রসারণ সম্পন্ন ও বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। গত ২২ সেপ্টেম্বর এই নতুন প্রকল্পের উৎপাদন শুরু হয়েছে। এ প্রকল্পের আওতায় কোম্পানিটির প্রতিদিন ৪৫ হাজার পিস কার্টন উৎপাদন সক্ষমতা বাড়বে। উল্লেখ্য, শনিবারের (২৪ সেপ্টেম্বর) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৭৭.৭০ টাকায়। -অর্থনৈতিক রিপোর্টার
×