ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গানের পাখি হুমায়ুন

প্রকাশিত: ০৩:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

গানের পাখি হুমায়ুন

অদম্য ইচ্ছে শক্তি আর বিরামহীন সাধনাকে পুঁজি করে এগিয়ে চলেছেন গানের পাখি হুমায়ুন সরকার। নিজের লেখা গানে সুর বাঁধেন, আবার নিজের সুর করা সেই গানে মঞ্চে তোলেন ঝড়। পালাগান নিয়ে যাত্রা শুরু করলেও হুমায়ুন এখন বাউল, লালন ও পল্লীগীতিসহ আধ্যাত্মিক সব ধরণের গান নিয়ে কাজ করছেন। এরই মধ্যে গঠন করেছেন ‘হুমায়ুন সরকার ও তার দল’ নামে পালাদল। হারিয়ে যাওয়া পালা গানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই হুমায়ুনের এই উদ্যোগ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘির লক্ষীন্দর গ্রামের নিজ বাড়িতে ২০১২ সালে প্রতিষ্ঠা করেছেন গানের স্কুল ‘হুমায়ুন সরকার সঙ্গীত একাডেমী’। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হুমায়ুন ময়মনসিংহ গীতি নাট্যে অভিনয়ও করেছেন। তাঁর সতেরো বছরের শিল্পী জীবনে ১০টি এ্যালবাম বের হয়েছে। এর মধ্যে রূপের কন্যা, বিচ্ছেদ, জীবন মানে যন্ত্রণা ও এক মিনিটের জীবনসহ সাতটি একক ও গুরু শিষ্য, নারী পুরুষ ও শরিয়ত-মারফত নামে তিনটি পালাগানের এ্যালবাম রয়েছে। ২০১৫ সালে কোরবানির ঈদে বাজার আসে ‘বন্যা তোমার দুষ্টু চোখে’ নামের একক এ্যালবাম। সর্বশেষ গত কোরবানির ঈদে রুমা সরকারের সঙ্গে আদম তত্ত্ব-নবী তত্ত্ব, নবীর জীবনী, নবীর মেরাজ নামে হুমায়ুন সরকারের দ্বৈত কণ্ঠের এ্যালবাম বের হয়েছে। ক্কারী আমির উদ্দিন, উকিল মুন্সি, দুরবীন শাহ, সৈয়দ নূর জালাল, বুলবুল আকন্দ ও নিজের লেখাসহ ‘আপন মানুষ’ বিচ্ছেদ এর ওপর আরও একটি একক এ্যালবাম বাজারে আসছে চলতি মাসের শেষ দিকে। ছোটবেলা থেকেই গানের প্রতি অনুরক্ত হুমায়ুনের নানার বাড়ি ছিল পালা গানের আড্ডাস্থল। ঢাকাসহ দেশের নানাস্থান থেকে শিল্পীরা আসতেন হুমায়ুনের নানা বাড়িতে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় হুমায়ুন পালাগান শিখতে শুরু করেন। -বাবুল হোসেন, ময়মনসিংহ থেকে
×