ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কটি মেরামত করা হোক

প্রকাশিত: ০৩:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

সড়কটি মেরামত করা হোক

পাটোয়ারী বাজার ত্রিমোহনী থেকে যাত্রাপুর বাজার পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা। রাস্তাটি সমতল ভূমি থেকে ১০-১২ ফিট উঁচু। রাস্তার দু’পাশে নালা, নর্দমা, জলাশয় ও আবাদী জমি রয়েছে। বেলে দোঁআশ মাটি হওয়ায় বৃষ্টিতে গলে যায়। এই রাস্তাটি হলো পিচঢালা বিটুমিনের তৈরি। বর্ষা মৌসুমে প্রবলভাবে ভেঙ্গে যায়। এবারের বন্যায় রাস্তাটি তলিয়ে গেছে, চলাচলের অনুপযোগী হয়েছে। বিশেষ করে, যোবনদহ ব্রিজের পশ্চিম পাড় থেকে পাটোয়ারী বাজার ত্রিমোহনী পর্যন্ত খারাপ। রাস্তার মধ্যস্থানে বিটুমিন উঠে গেছে। খোয়া-বালুর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। মাঝে মাঝে হাঁটু সমান গর্ত। বৃষ্টির পানি জমলে বোঝা যায় না রাস্তা না নদী! তবুও ওই এলাকার মানুষ গত্যন্তর না পেয়ে নির্বিঘেœ চলাচল করছে। পুরো রাস্তা চলে গেছে দুটি ইউনিয়নের মধ্য দিয়ে। একটি ঘোগাদহ অন্যটি ভোগডাঙ্গা ইউনিয়ন। ঘোগাদহ অংশের দুবাসী নদীর পাড় ভাঙ্গা। সেখানে অহরহ দুর্ঘটনা ঘটছে। অতি দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য অনুরোধ করছি। মশিউর রহমন ডাক্তারপাড়া, কুড়িগ্রাম
×