ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আইসিসি-বিসিসিআই আর্থিক বৈষম্য বিরোধ তুঙ্গে

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারে!

প্রকাশিত: ০৬:১৮, ১২ সেপ্টেম্বর ২০১৬

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারে!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর (২০১৭) ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাও খেলতে পারে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের) বিপক্ষে অর্থ বরাদ্দে বৈষম্যের অভিযোগ এনেছে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। ফলে এই বিরোধ যতক্ষণ না মিটবে, ভারতীয় দল আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না বলেই জল্পনা শুরু হয়েছে। যে সূত্রে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর ও আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মধ্যে বিরোধও চরমে উঠেছে। সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর নিজের স্বার্থ চরিতার্থ করতে বিসিসিআইয়ের ক্ষতি করেছেন বলে অভিযোগ। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের না খেলার সম্ভাবনা। বিসিসিআইকে ব্যবহার করে আইসিসির চেয়ারম্যান হয়ে এখন ভারতীয় বোর্ডকেই পেছনে ছুরি মারছেন শশাঙ্ক, এমনই অভিযোগ করেছেন বর্তমান বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। একেবারে সরাসরি আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরানোর কথা না বললেও পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এমন কঠিন সিদ্ধান্ত নিতেও বোর্ড পিছ পা হবে না বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। বোর্ড কর্তা হিসেবে ভারতীয় ক্রিকেটের স্বার্থকেই যে তিনি প্রাধান্য দিচ্ছেন তা একেবারে পরিষ্কার করে দিয়েছেন অনুরাগ ঠাকুর। বিরোধ শুরু তখনই যখন আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র ১৮ দিনে ১৫ ম্যাচ হলেও, সেজন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ কোটি টাকা দিতে চলেছে আইসিসি। এই আর্থিক বৈষম্যেরই তীব্র বিরোধিতা করেছে বিসিসিআই। এর সমাধান না হলে ক্রিকেটের ক্ষমতাধর দেশটি ভবিষ্যতে আইসিসির সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়ে পড়তে পারে। ঠাকুর বলেন, ‘তৎকালীন বিসিসিআই সভাপতি হিসেবে মনোহর একটা ডুবন্ত জাহাজকে রেখে গেছেন। এটা আমার ব্যক্তিগত অভিমত নয়। বোর্ড সদস্যদের সার্বিক প্রতিক্রিয়া।
×