ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকো এখন সাত গ্রামের ভরসা

প্রকাশিত: ০৪:১১, ১১ সেপ্টেম্বর ২০১৬

স্বেচ্ছাশ্রমে নির্মিত সাঁকো এখন সাত গ্রামের ভরসা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১০ সেপ্টেম্বর ॥ সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কামার ডাঙ্গা-চরপাড়া সংলগ্ন ক্যানেলে ব্রিজ না থাকায় এলাকার সাত গ্রামের হাজার হাজার মানুষকে নানা দুর্র্ভোগের মাধ্যমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের। মাঝে মধ্যেই সাঁকো পার হতে ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, সাদুল্লাপুর ইউনিয়নের এ ক্যানেলটি বছরের ১০ মাস পানি থাকে। এ ক্যানেলে বাঁশের সাঁকো দিয়েই কামারডাঙ্গা, মুন্সিপাড়া, চরপাড়া, দাসপাড়া, বেড়পাড়া, ফারাকপুর ও কালিপাড়া গ্রামের প্রতিদিন হাজার হাজার মানুষকে যাতায়াত করতে হয়। এ ক্যানেল পার হয়েই দুবলিয়া কিন্ডারগার্টেন, উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রতিদিন ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে হয়। শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা কোলে করে এ বাঁশের সাঁকো পার করে তাদের স্কুলে পাঠাতে হয়। অনেক সময় শিক্ষার্থীরা একা একা সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে যায় বলেও এলাকাবাসী জানিয়েছেন। এ সাঁকো পার হয়ে প্রতিদিন দুবলিয়া বাজার ও চরপাড়া হাটে যাতায়াত করতে হয়। অপরদিকে এলাকার কৃষকদের কৃষিপণ্য মাথায় করে এ সাঁকো দিয়ে দু’পারে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। কামারডাঙ্গা গ্রামের কৃষক আলম হোসেন জানান, এ সাঁকোর ওপর দিয়ে বোঝা মাথায় নিয়ে পারাপার হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসী জানিয়েছে দীর্ঘকাল ধরে এলাকার বাড়ি বাড়ি থেকে বাঁশ ও টাকা তুলে এ বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার চলছে। এলাকাবাসী এ ক্যানেলে ব্রিজ নির্মাণের দাবি করলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
×