ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক করের আওতায় আনা উচিত ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৫, ৮ সেপ্টেম্বর ২০১৬

প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক করের আওতায় আনা উচিত ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রত্যেক নাগরিককে বাধ্যতামূলক করের আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ৫ বা ১০ টাকা হোক প্রত্যেক নাগরিকের কর দেয়া উচিত। এ প্রস্তাব আমি আগেও করেছিলাম। বুধবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে ‘পে-রোল ট্যাক্স ও করনেট সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সেমিনারের আয়োজন করে। অর্থমন্ত্রী বলেন, সবাইকে করের আওতায় আনতে পারলে দেশে কর সংস্কৃতি তৈরি হবে। এতে কর বিষয়ে গণজাগরণ সৃষ্টি হবে। এজন্যই আমি বাধ্যতামূলক করের কথা বলেছিলাম। এ প্রস্তাব এখনও রয়েছে। বাস্তবায়ন হবে কি না- আমি জানি না। তবে এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পে-রোল ট্যাক্সের বিষয়ে তিনি বলেন, যেসব বেসরকারী প্রতিষ্ঠানের কর্মীরা পে-রোল ট্যাক্সের আওতায় রয়েছে। ঐ প্রতিষ্ঠানের বেতন পরিশোধের সময় পে-রোল ট্যাক্স কেটে রাখা উচিত। এটা করলে কর আদায়ে সুবিধা হয়। দেশের সব বেসরকারী প্রতিষ্ঠান এটা কর্যকর করতে পারলে পে-রোল ট্যাক্সের আওতা বাড়বে। একইসঙ্গে কর ফাঁকি দেয়া প্রতিষ্ঠান চিহ্নিত করতে সুবিধা হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বৃহৎ করদাতা ইউনিট, ঢাকার কর কমিশনার আলমগীর হোসেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের কম্পট্রোলার এ্যান্ড অডিট জেনারেল মাসুদ আহমেদ। এছাড়া পলিসি রিচার্জ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মুনসুরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।
×