ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আগামী শুক্র, শনি ও রবিবার ব্যাংক খোলা

প্রকাশিত: ০৪:২৩, ৭ সেপ্টেম্বর ২০১৬

আগামী শুক্র, শনি ও রবিবার ব্যাংক খোলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতাদি পরিশোধের জন্য পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা আগামী শুক্র, শনি ও রবিবার খোলা থাকবে। একই সঙ্গে কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর, মংলা, বেনাপোল ও পানগাঁও সংশ্লিষ্ট ব্যাংকসমূহ খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদ-উল-আযহার আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী শুক্র, শনি ও রবিবার (৯-১১ সেপ্টেম্বর) ব্যাংক খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে। এতে আরও বলা হয়, কাস্টমস হাউস, আইসিডি কমলাপুর, মংলা, বেনাপোল ও পানগাঁও সংশ্লিষ্ট ব্যাংকসমূহ খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। আর সরকারী ছুটি হওয়ায় অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্য প্রজ্ঞাপনে পরামর্শ দেয়া হয়। চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় ২৪ ভ্যানগাড়ি দিল এমটিবি ও এক্সিম ব্যাংক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভ্যানগাড়ি ও বিন প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগী হয়েছে এক্সিম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। পরিবেশবান্ধব গ্রীন ও ক্লিন সিটি গড়ার পরিকল্পনা বাস্তবায়নে মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে এ দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুলে দেয়া হয় ২৪টি ভ্যানগাড়ি ও ২শ’ বিন। চসিক মেয়র সোমবার তা গ্রহণ করেন এবং দেশের সেবামূলক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানকে এভাবে এগিয়ে আসার আহ্বান জানান। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মোঃ খোরশেদুল আলমের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তারা ২০টি ভ্যানগাড়ি এবং ২শ’ বিন এবং এক্সিম ব্যাংক লিমিটেডের এভিপি মোহাম্মদ ইলিয়াছ চারটি ভ্যানগাড়ি হস্তান্তর করেন। এ সময় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি মোহাম্মদ ইসহাক প্রমুখ উপস্থিত ছিলেন।
×