ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

অবসর নিয়ে ভাবছেন না ইভানোভিচ

প্রকাশিত: ০৬:৫৩, ১ সেপ্টেম্বর ২০১৬

অবসর নিয়ে ভাবছেন না ইভানোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ গত জুনে মায়োর্কা ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন আনা ইভানোভিচ। এরপর থেকেই আর টেনিস কোর্টে খোঁজে পাওয়া যায়নি তাকে। মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেও ছিটকে গেলেন সার্বিয়ার এই টেনিস তারকা। এটি তার টানা চার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের হার! এমন হারের পরই প্রশ্ন উঠে ইভানোভিচের পারফর্মেন্স নিয়ে। তাহলে কী টেনিসকে বিদায় বলে দেয়ার সময় চলে এসেছে তার! তবে এসবকে মোটেই পাত্তা দিলেন না ফ্রেঞ্চ ওপেনের সাবেক এই চ্যাম্পিয়ন। বয়সে আটাশকে ছাড়িয়ে গেলেও টেনিস কোর্টে স্বরূপে ফেরার স্বপ্নে বিভোর ইভানোভিচ। গত উইম্বলডনের পরপরই জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে বিয়ে করেন ইভানোভিচ। যিনি সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। বুধবার ফিনল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের ১২১ এবং শেষ ম্যাচটিও খেলে ফেলেছেন তিনি। তাই শোয়াইনস্টাইগারের বিদায়ের সময়ই ইভানোভিচের অবসর প্রসঙ্গটা উঠে আসে। তবে তা মোটেই কানে নেননি ইভানোভিচ। তার মতে, ‘না, মোটেই না। প্রকৃতপক্ষে আমার দেখা উচিত যে এমনটা কেন হচ্ছে। আসলে ক্যারিয়ারে এমন বাজে সময় যাওয়ার ঘটনা এটাই আমার প্রথম নয়। আমি বুঝাতে চাই পুরো ক্যারিয়ার জুড়েই আমার সংগ্রাম ছিল। অনেক কঠিন সময় পার করে এসেছি আমি।’ এদিকে ইভানোভিচের মতো শোয়াইনস্টাইগারও ফুটবলে কঠিন সময় পার করছেন। ইংলিশ ফুটবলে খারাপ সময় পার করেছে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। গত মৌসুমেও পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ শেষ করেছে রেড ডেভিলরা। কিন্তু দলের এমন দুঃসময়েও বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে দেখা গেছে তার বর্তমান স্ত্রী আনা ইভানোভিচের সঙ্গে ডেটিংয়ের ছবি প্রকাশে। কিংবা টেনিস ম্যাচের গ্যালারিতে বসে সার্বিয়ান তারকা আনা ইভানোভিচকে সমর্থন যোগাতে। তবে এতে ক্ষোভ প্রকাশ করেছেন দলের অনেক তারকা ফুটবলার। শুধু তাই নয়, জার্মান ফুটবলারকে রীতিমতো সতর্কবার্তাও দেয়া হয়ে গেছে। ক্ষোভ প্রকাশ করে দলের অনেক তারকা ফুটবলারই বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের এমন অভ্যাস পরিত্যাগ করার জন্য পরামর্শ দেন। সেই সঙ্গে দলের তরুণ ফুটবলারদের জন্য দৃষ্টান্ত স্থাপনেরও কথা বলেছেন। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড যখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সংগ্রাম করে তখন শোয়েইনিকে দেখা গেছে মিয়ামি এবং রিয়াল মাদ্রিদের ছবিতে। কিন্তু এই মৌসুমে আর লুইস ভ্যান গাল নেই। সাবেক ডাচ কোচের উত্তরসূরি হিসেবে রেড ডেভিলদের কোচের ভূমিকায় এখন জোশে মরিনহো। স্পেশাল ওয়ানের অধীনে ইউনাইটেডের মূল একাদশে থাকতে হলে যে অবশ্যই নিজেদের সেরা পারফর্মেন্স উপহার দিয়েই খেলতে হবে। তা অনুমিতই। কেননা সাবেক ক্লাব চেলসি থেকে বরখাস্ত হওয়ার পরই ম্যানইউর দায়িত্ব নিয়েছেন তিনি। তবে রেড ডেভিলদের সঙ্গে মরিনহোর যাত্রাটা বেশ ভালভাবেই হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের সবতেই জিতে পূর্ণ ৯ পয়েন্ট লাভ করেছে ম্যানইউ। ঠাকুরগাঁও সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ‘সেরা সাতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে সাতারু বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ পুকুরে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে নৌবাহিনীর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো জেলায় এ প্রতিযোগিতায় ১১ থেকে ১৮ বছর বয়সের ৬৪ ছেলে সাঁতারু অংশগ্রহণ করে। ১০ জনকে জেলা পর্যায়ে বাছাই করা হয়। এ প্রতিযোগিতার আওতায় ৬৪ জেলা থেকে বাছাই পর্ব শেষে এক হাজার সাঁতারু বাছাই করে ঢাকায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে।
×